বিজেপির কাছে বিক্রি আরামবাগের তপশিলিরা! কমিশন নিরপেক্ষ নয়, বিস্ফোরক সুজাতা

সারাদিন ধরেই খবরের শিরোনামে আরামবাগ (arambag) কেন্দ্র আর এই কেন্দ্রের তৃণমূল (trinamool congress) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)। দুপুরে তিনি এই কেন্দ্রের তপশিলি জাতির (scheduled caste) মানুষদের আক্রমণ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন (election commission) নিরপেক্ষ নয়।

আরামবাগে আক্রান্ত দুবার সুজাতা

এদিন দু-দুবার আরামবাগে আক্রান্ত হয়েছেন সেখানকার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। প্রথমবার আরান্ডিতে আক্রান্ত হন তিনি। বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয়। তাঁকে নিয়ে ধান খেতে নেমে পড়েন সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষী। তাদের পিছু নেয় গ্রামবাসীরা। পরে তাঁর মাথায় আঘাত করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তিনি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, প্রথমে গ্রামে ঢুকে তিনি ও তৃণমূল সমর্থকরা গ্রামবাসীদের উত্তক্ত করেছিলেন। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা।

এরপর পরিস্থিতি সামাল দেওয়ার পরে গাড়ি নিয়ে তিনি বুথে বুথে ঘুরতে থাকেন। সেই সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। বাঁশ হাতে নিয়ে তেড়ে যান মহিলারা। তাঁর গাড়িতে ছিল ছোঁড়াও হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও ক্রমে গাড়ি বের করে নিয়ে যান।

বিজেপির সাফাই

যদিও এই ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। বিজেপি সাংসদ তথা সুজাতা মণ্ডলের স্বামী সৌমিত্র খাঁ দাবি করেছেন, ১০ বছর এলাকায় সাধারণ মানুষকে ভোট না দিতে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তপশিলিদের নিয়ে বেলাগাম সুজাতা

দুপুরের দিকে আরামবাগের তপশিলিদের নিয়ে বেলাগাম মন্তব্য করেন প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। এই কেন্দ্রটি তপশিলি সংরক্ষিত। আর সুজাতা নিজেও তপশিলি। তা সত্ত্বেও কীভাবে এই মন্তব্য প্রশ্ন করছেন অনেকেই। এদিন দুপুরে টিভি ১৮ বাংলায় সুজাতার এই বক্তব্য সম্প্রচারিত হয়। সেখানে সুজাতা মণ্ডল খাঁকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ কেন্দ্রের তপশিলিদের জন্য উজার করে দিয়েছেন। কিন্তু তারা বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।

কমিশন নিরপেক্ষ নয়

এদিন সুজাতা মণ্ডল খাঁ অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। না হলে সকাল থেকে বারে বারে এই পরিস্থিতি তৈরি হত না। তাঁকে প্রাণে মারতে যারা বোমা নিয়ে হামলা করেছে, তাদের বিজেপি আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন সুজাতা। যদিও এদিন স্থানীয় অনেক বাসিন্দা জানিয়েছেন, তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে জায়গায় জায়গায় গণ্ডগোলে জড়িয়ে পড়ে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ।

আপনার আচরণই বলে দিচ্ছে আপনি হেরে গেছেন, ডুমুরজলার সভা থেকে মমতাকে নিশানা মোদীর

More TRINAMOOL CONGRESS News