সংক্রমণ ঠেকাতে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা, করোনার বাড়বাড়ন্তে লকডাউনের পথে মহারাষ্ট্র?

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমে বৃদ্ধি পাওয়ায় এবার ১৪৪ ধারা জারি করল মুম্বই পুলিশ৷ ৫ এপ্রিল অর্থাৎ আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷ ডেপুটি কমিশনার এস চৈতন্যের স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রকাশ্য কোনও অবস্থানে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে৷

এছাড়া বাকি সময়ে অর্থাৎ কাজের দিনে রাত 8টা থেকে সকাল ৭টার মধ্যে এবং শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোনও ব্যক্তি যথাযথ কারণ ছাড়া প্রকাশ্যে স্থানে যেতে পারবেন না৷ নির্দেশিকায় বলা হয়েছে, '৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে৷ বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জোনাল ডেপুটি কমিশনারকে৷'

রবিবার মুম্বইতে নতুন করে কোভিডে আক্রান্ত হন ১১ হাজার ২০৬ জন৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৪ লক্ষ ৫২ হাজার ৬৮১৷ করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত৷

এদিকে ফের একবার লকডাউন হতে পারে মহারাষ্ট্রে৷ ওই আশঙ্কায় এবারও ফের বাড়ি ফিরে আসছেন ভিনরাজ্য়ের শ্রমিকরা৷ একই দৃশ্য় দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায়৷ লকডাউন উঠতে শুরু করার পর থেকেই ফের কাজে ফিরতে শুরু করেছিলেন শ্রমিকরা৷ অনেকেই মুম্বই, নাসিক সহ বেশ কিছু এলাকায় কাজে যোগ দিয়েছিলেন৷ এমনকী বাংলার অনেক শ্রমিকও গিয়েছিলেন সেখানে৷ তাঁরাও ফিরে আসছেন রাজ্য়ে৷

More CORONAVIRUS News