'রাজনীতি' ভুলে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে ভোট দেওয়ার আহ্বান বাইচুংয়ের

রাজনীতি ভুলে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে ত্রাণ বিলি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। একুশের নির্বাচনের আগে তিনি সরাসরি শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর আহ্বান, ভালো মানুষ, কাজের মানুষ অশোকদাকে ভোট দিন।

অশোক ভট্টাচার্যকে ভোটে জেতানোর আহ্বান বাইচুংয়ের

২০১৪ সালে তৃণমূল প্রার্থী হিসেবে দার্জিলিং থেকে লড়েছিলেন বাইচুং ভুটিয়া। তিনি বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কাছে হেরে যান। তারপর ২০১৬-য় তিনি সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবার সেই অশোক ভট্টাচার্যকেই ভোটে জেতানোর আহ্বান করছেন বাইচুং ভুটিয়া। তাঁর এই আবেদন বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

করোনাকালে অশোক ভট্টাচার্যের অনুরোধে ত্রাণ বিলি

বাইচুং ভুটিয়ার সঙ্গে বর্তমানে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন ২০১৬-র নির্বাচনের পরপরই। এরপর তিনি বিজেপিতে যোগ দেননি। সিকিমে নতুন দল গড়ে বিজেপির বিরুদ্ধেই লড়াই করেছিলেন। তাঁর সঙ্গে বাংলার-যোগ এখনও রয়ে গিয়েছে। সেই কারণেই তিনি করোনাকালে অশোক ভট্টাচার্যের অনুরোধে ত্রাণ বিলি করতে এসেছিলেন।

অশোকদার সঙ্গে রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্ক

শিলিগুড়ির তৎকালীন মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে হাত মিলিয়ে তিনি ত্রাণ বিলি করেন। কোনও রাজনৈতিক ভেদাভেদ তিনি রাখেননি। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন বাইচুং। তখনই বলেন, অশোকদার সঙ্গে রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্ক থেকেই এসেছি। চিরকালই অশোকদার সঙ্গে আমার ভালো সম্পর্ক।

ভালো মানুষ ভালো প্রার্থী অশোকদাকে ভোট দিন

সেই ভালো সম্পর্ক থেকেই এবার তিনি অশোক ভট্টাচার্যকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানালেন। আগেরবার অশোক ভট্টাচার্যের কাছে হেরেছিলেন, এবারও তিনি তাঁকে জেতানোর আহ্বান করলেন। বললেন, অশোকদা ভালো মানুষ ভালো প্রার্থী। শিলিগুড়ির উন্নয়নের কথা ভাবেন। যিনি কাজ করতে চান কাজ করতে জানেন, তাঁকে জেতানোই শ্রেয়।

More BAICHUNG BHUTIA News