অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, তোলাবাজি কাণ্ডে চরম অস্বস্তিতে উদ্ধবরা

মহারাষ্ট্রর স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নামার জন্য সিবিআই-কে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট৷ অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং৷ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত৷ এই নির্দেশিকা জারি হতেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অনিল দেশমুখ।

১৫ দিনের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ

এদিন আদালতের তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আইন মাফিক ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে বলা হয়৷ ১৫ দিনের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷ প্রসঙ্গত, এই ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে৷ একটি মামলা করেছেন পরমবীর সিং নিজেই৷ বাকি দু'টি মামলা রুজু করেছেন জয়শ্রী পাতিল নামে মুম্বইয়ের এক আইনজীবী এবং মোহন ভিদে নামে এক শিক্ষক৷

'পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়'

সোমবার এই মামলাগুলির শুনানি চলছিল মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জি এস কুলকার্নি বলেন, অনিল দেশমুখ রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর তাই পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়৷ এই কারণেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় ডিভিশন বেঞ্চ৷

অনিলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিলেন পরমবীর

উল্লেখ্য, গত ২৫ মার্চ সিবিআই তদন্তের দাবি জানিয়ে অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিলেন পরমবীর সিং৷ তাঁর দাবি, বার ও রেস্তরাঁগুলি থেকে মাসে ১০০ কোটি টাকা তোলা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিলেন অনিল৷ তোলা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীর উপর৷ তাঁদের মধ্যে অন্যতম মুম্বই পুলিশের সাসপেন্ডেড অ্য়াসিসট্যান্ট ইন্সপেক্টর সচিন ওয়াজে৷

এনআইএ হেফাজতে সচিন

আপাতত সচিন ওয়াজে এনআইএ হেফাজতে রয়েছেন৷ তাঁর বিরুদ্ধে মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক বোঝাই গাড়ির রাখার এবং সেই ঘটনায় হিরেন মনসুখ নামে এক ব্য়বসায়ীর রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ সচিনকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রচুত তথ্য এবং প্রমাণও পেয়েছে এনআইএ।

More MUMBAI News