প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কৈলাশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাবণ, দুর্যোধন একের পর এক কদর্যভাষায় প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন তিনি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন এবার প্রধানমন্ত্রীও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা সেই ভাষাতেই আক্রমণ করেন তাহলে কেমন হবে? মমতার শুভ বুদ্ধির উদয় হোক মন্তব্য করেছেন কৈলাশ। একই সঙ্গে িতনি দাবি করেছেন বাংলায় বিজেপি সরকার গড়লে সিএএ এবং এনআরসি লাগু হবে।

মমতাকে নিশানা কৈলাশের

তৃতীয় দফার ভোটের আগে ফের চড়ছে রাজনৈতিক উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো সতর্ক করে দিয়ে তাঁর তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি অভিযোগ করেেছন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তাতে তাঁর রুচিবোধ প্রকাশ পায়। কখনও রাবণ, কখনও দুর্যোধন বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস নেত্রীকে এই ভাষা ব্যবহার নিয়ে সতর্ক করে দিয়েছেন কৈলাশ। ওই একই ভাষাতে যদি প্রধানমন্ত্রী পাল্টা আক্রমণ করেন তাহলে কেমন হবে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

প্রধানমন্ত্রীকে নিশানা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনও রাবণ আবার কখনও দুর্যোধন বলে প্রকাশ্য সভায় আক্রমণ শানিয়েছেন মমতা। দেশের প্রধানমন্ত্রীকে যেভাষায় তৃণমূল কংগ্রেস নেত্রী আক্রমণ করেছে তা শোভনীয় নয় বলে অভিযোগ করেছে বিজেপি। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয় জেপি নাড্ডা, অমিত শাহকেও কদর্য ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোরাধ্যায়। কখনও হোঁদল কুতকুত আবার কখনও নাড্ডা-হাড্ডা-গাড্ডা বলে নিশানা করেছেন।

সিএএ-এনআরসি লাগু হবে

কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেছেন , রাজ্যে বিজেপি সরকার গড়লে সিএএ এবং এনআরসি লাগু করা হবে। মতুয়াদের ভোট টানতে আগেই ঠাকুরনগরে এসে সিএএ লাগুর কথা বলেছেন অমিত শাহ। কয়েকদিন আগে রাহুল সিংহা ঠাকুর নগরে গিয়ে বলেছেন বিজেপি সরকার গড়লে এক মাসের মধ্যে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করতে শুরু করবে। বিজেপি সরকারের প্রথম পাঁচটি কাজের মধ্যে এটা হবে একটা।

মমতাকে দিদি বলে কটাক্ষ

বাংলায় প্রচারে এসে একের পর এক সভা থেকে দিদি---ও---দিদি বলে তীর্যক আক্রমণে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারের মুখে দাঁড়িয়ে আছেন।সেই হার স্বীকার করে নিন। হার স্বীকার করে নিয়েছেন বলেই বিধানসভা ছেড়ে এখন লোকসভা আসন খুঁজছেন মমতা। বারাণসী লোকসভা কেন্দ্রে মমতা প্রার্থী হতে চাইলে তাঁকে স্বাগত প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

More KAILASH VIJAYVARGIYA News