তৃতীয় দফার 'পাওয়ার প্যাক' ভোট যুদ্ধে কোন হেভিওয়েটদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে, একনজরে 'স্টার কেন্দ্র'

বাংলার ৩ জেলা রাত পোহালেই তৃতীয় দফার ভোট যুদ্ধে নামতে চলেছে। প্রথম দু'দফার ভোট যুদ্ধে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, হুমায়ুন কবীর থেকে শুরু করে একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। এবার তৃতীয় দফার হেভিওয়েট কেন্দ্র ও তারকা প্রার্থীদের একনজরে দেখা যাক।

৩১ আসনের দক্ষিণ ২৪ পরগনার কোন কোন আসনে লড়াই?

মূলত, তৃতীয় দফায় ৩ জেলার ৩১ আসনে ভোট যুদ্ধ হবে। সেখানে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি, রায়দিঘী, কুলপি, মন্দিরবাজার, বারুইপুর পূর্ব, জয়নগর, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া বিষ্ণুপুরে ভোট হবে।

হাওড়ার কোথায় ভোট তৃতীয় দফায়?

প্রসঙ্গত , তৃতীয় দফার ভোটযুদ্ধে হাওড়ার উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর কেন্দ্রে হবে ভোট।

তৃতীয় দফায় হুগলির কোন আসনে ভোট?

হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল,ধনেখালি, তারকেশ্বর. পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুলে আগামীকাল ভোট পর্ব সম্পন্ন হবে।

নজরে উলুবেড়িয়া উত্তর

উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূলের তরফে হেভিওয়েট প্রার্থী রয়েছেন নির্মল মাজি। এই কেন্দ্রে তিনি ২০১১ ও ২০১৬ সালের পর পর বিধানসভা ভোটে জয়ী প্রার্থী। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরণ বেরা।

ফোকাসে তারকেশ্বর

হুগলির তারকেশ্বর কেন্দ্র রাত পোহালেই নজরে থাকছে। কারণ এখানে দিল্লির সাংসদ স্বপন দাশগুপ্ত বিজেপির তরফে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে লড়ছেন তৃণমূলের রমেন্দু সিংহ রায়।

রায়দিঘী ঘিরে চড়ছে পারদ

রায়দিঘী এলাকায় বিগত পর পর নির্বাচনে তৃণমূলের তরফে দেবশ্রী রায় বাজি মাত করেছিলেন। তবে তাঁকে এবারের ভোটে তৃণমূল টিকিট দেয়নি। সেই জায়গা থেকে বামেদের তরফে দাপুটে নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কে ঘিরে রায়দিঘীর লড়াই জমবে বলে মনে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির শান্তনু বাপুলি ও তৃণমূলের তরফে রয়েছেন অলোক জলদাতা ।

আরামবাগের লড়াই

আরামবাগে তৃণমূলের লড়াইয়ে এবার রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির মধুসূদন বাগ।

বারুইপুর পশ্চিম

বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে এবারের ভোটে লড়ছেন তৃণমূলের পর পর ২বারের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, বিজেপির দোবোপম চট্টোপাধ্যায় ও মোর্চার তরফে বামেদের লাহেক আলি।

স্টার যুদ্ধে শ্যামপুর

বিজেপির তরফে তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী রয়েছেন হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে। অন্যদিকে এই স্টার প্রার্থীর বিরুদ্ধে রাজনীতিতে পোড় খাওয়া তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছেন কালীপদ মণ্ডল। তিনি ২০১৬ সালে ১ লাখের বেশি ভোটে এলাকা থেকে জিতেছিলেন।

অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, তোলাবাজি কাণ্ডে চরম অস্বস্তিতে উদ্ধবরা

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News