মুম্বই: করোনায় আক্রান্ত হলেন ভূমি পেডনেকর।ভূমির পরবর্তী ছবি ‘মিস্টার লেলে’র শুটিং চলাকালীন করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী। শশাঙ্ক খায়তান এর ছবি ‘মিস্টার লেলে’ র শুটিং করছিলেন ভূমি এবং ভিকি কৌশল। শুটিং চলাকালীনই দুজনের করোনা ধরা পড়ে।

ভূমি নিজের ইনস্টাগ্রামে এ খবর পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সামান্য কিছু লক্ষণ ছিল। তবে এখন আমি নিজেকে আইসোলেট রেখেছি। ডাক্তারদের সকল পরামর্শ পালন করছি।’

বিগত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রত্যেকের শীঘ্রই করোনা টেস্ট করার জন্যে অনুরোধ করেছেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আপনারা দয়া করে বর্তমান পরিস্থিতিটা হালকা ভাবে নেবেন না। সকল করোনা সতর্কতা বিধি পালন করার পরও আমি আক্রান্ত হয়েছি। আপনারা সর্বদা মাস্ক ব্যবহার করুন, হাত স্যানিটাইজ করুন, সোস্যাল ডিসটেন্স পালন করুন।’ আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’ এর সিকুয়াল ছবি ‘বাধাই দো’ তেও দেখা যাবে ভূমিকে। তার বিপরীতে থাকছেন রাজকুমার রাও।

রবিবার ভারতে কোভিড পজিটিভ কেস মাত্রা ছাড়িয়েছে। সোমবারের রিপোর্টে দেখা যাচ্ছে দেশে এক লাখ কোভিড কেস ধরা পড়েছে। যার মধ্যে ৫৭০০০ কেস রয়েছে মহারাষ্ট্রে।

এরই মাঝে করোনা মুক্ত হলেন কার্তিক আরিয়ান। গত ২২শে মার্চ তিনি করোনা আক্রান্ত হন। তারপর থেকেই তিনি ছিলেন হোম কোয়ারেন্টাইনে। মণীশ মালহোত্রা আয়োজিত lamke fashion week এ অংশ গ্রহণের পরেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তার করোনা রিপোর্ট নেগেটিভ। আজ সেই খবর নিজের ভক্তদের জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন ‘চোদ্দো দিনের বনবাস শেষ।’ কার্তিকের পরবর্তী ছবি ‘ভুল ভুলাইয়া ২’ প্রায় রিলিজের মুখে। ‘দোস্তানা ২’ তে তাকে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।