আইপিএল ২০২১-এ কোথায় ব্যাট করতে চান, স্ট্রাইক রেট নিয়ে অকপট কেকেআর তারকা গিল

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের তৃতীয় দিন অর্থাৎ ১১ এপ্রিল অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের। ভাল পারফরম্যান্স করতে শাহরুখ খানের দল যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে, তাঁদের অন্যতম শুভমান গিল নিজের পছন্দের ব্যাটিং পজিশন নিয়ে অকপটে কথা বললেন। গত আইপিএলের মন্থর ব্যাটিং নিয়েও মন্তব্য করেছেন কেকেআরের ডান হাতি ব্যাটসম্যান।

কোথায় ব্যাট করতে চান

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। তা বলে এবারও যে তিনি একই জায়গায় ব্যাট করতে নামবেন, তার কোনও নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ডান হাতি ব্যাটসম্যান। দল যেখানে চাইবে, তিনি সেখানে খেলবেন বলে জানিয়েছেন গিল। এর উর্ধ্বে তাঁর আলাদা কোনও ইচ্ছা নেই বলেও জানিয়েছেন পাঞ্জাব তনয়।

স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত নন

গত আইপিএলে কেকেআরের জার্সিতে অনেক রান করলেও টি২০ ফর্ম্যাটে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। যদিও বিষয়টি নিয়ে ভাবিত নন শুভমান গিল। তাঁর কথায় স্ট্রাইক রেট কেবল সংখ্যা মাত্র। পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তিনি দলের প্রয়োজন মতো ব্যাটিং করবেন বলেও জানিয়েছেন কেকেআর ওপেনার।

দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে নেই গিল

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে ম্যাচ খেলার পর আর সীমিত ওভারের ক্রিকেটে খেলেননি শুভমান গিল। যদিও তাতে তাঁর আইপিএলের পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন কেকেআর তারকা। প্রথম ম্যাচে খেলতে নামার আগে তিনি দশ-বারো দিনের অনুশীলন পেয়েছেন এবং তা যথেষ্ট বলে মনে করেন গিল।

আইপিএবে গিলের পারফরম্যান্স

আইপিএলে কেকেআরের হয়ে এখনও পর্যন্ত ৪১টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছেন শুভমান গিল। গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৪০ রান করেছেন কেকেআর তারকা। অপরাজিত ৭০ রান তাঁর সর্বোচ্চ।

More IPL 2021 News