বিজেপির কাছে ২১ বিধানসভা নির্বাচন প্রেস্টিজিয়াস ফাইট। যেভাবেই হোক বাংলা দখল করতে চায় বিজেপি। ভোট ঘোষণার আগে থেকে শাহ তাঁর কোম্পানিকে ময়দানে নামিয়ে দিয়েছেন। তৃণমূলস্তরে গিয়ে কাজ করেছেন তাঁরা। বঙ্গ ভোটের নির্ঘণ্ট সামনে আসতেই বাংলায় ঝাঁপিয়ে পড়েছেন মোদী এবং অমিত শাহ। ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও। এই অবস্থায় ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল বলছে, একজন ৬৫ বছরের মহিলার জন্যে মোদী-শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে।
{photo-feature}
শ্রীরামপুরের পর চুঁচুড়ার সভাও বাতিল, নাড্ডার 'রণত্যাগে’ ঘরে-বাইরে প্রশ্নের মুখে বিজেপি