মুম্বাই: এসব রঙ্গ দেখলে সত্যি বিচিত্র লাগে পৃথিবী । ভাবছেন কী এমন রঙ্গ তাই তো! বাংলায় প্রবাদ আছে ‘জলে ভাসে শিলা’। এ রকমই এক বিরল ঘটনার সাক্ষী হলো তামাম বি টাউন। হবে নাই বা কেন, সাপে-নেউলে সম্পর্ক যাদের তাদের মধ্যে একজনকে যদি আরেকজনের ছবির গানে নাচতে দেখা যায় তাহলে দর্শকবৃন্দ অবাক হবে বৈ কি!
আমরা কথা বলছি বলিউডের প্রথম সারির প্রযোজক-পরিচালক করণ জোহর ও টুইট এবং বিতর্ক কুইন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। বলিমহলে গুঞ্জন শোনা যাচ্ছে দুজনের সম্পর্কের তিক্ততা নাকি অনেকটাই কমে যাচ্ছে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বারণ বারণ কে নিশানা করে নানা রকম কটূক্তি করেছেন। স্বজনপোষণের একচ্ছত্র পতাকাধারী বলে করণ জোহারের শো ‘কফি উইথ করণ’ এই তাকে সরাসরি এ কথা বলেছেন তিনি।
তার এই অভিযোগ দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াত এর পাশেই বসে থাকা সইফ আলী খান। কিন্তু তাতেও ‘কুছ পরোয়া নেহি’ বলে নিজের বক্তব্যে অনড় থেকে ছিলেন কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর কঙ্গনা প্রথমে নিশানা করে বলেছিলেন সুশান্তের মৃত্যুর জন্য এবং তাঁকে বলিউডে কোণঠাসা করে দেওয়ার জন্য করণ-ই দায়ী। অনেক নন ট্যালেন্টেড কিন্তু বলিউড ফ্যামিলি থেকে আসা স্টাফ কিডদেরই নাকি ছবিতে সুযোগ দেন করন।
তবে এবার কঙ্গনা রানাওয়াত এর আসন্ন ছবি থালাইভির একটি গানেই আপন মনের সুখে নাচতে দেখা গিয়েছে পরিচালককে । তা দেখে রীতিমতো থ দর্শকেরা। তবে, আসল ঘটনা হলো,কঙ্গনার ছবির তালে না বরং করণের পুরনো কোনও নাচের ভিডিয়োর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে কঙ্গনার নতুন ছবির ‘চলি চলি’ গানটি। আর এটা পুরোটাই এডিটের কারচুপি। যা কঙ্গনার একজন অনুরাগী শেয়ার করেছেন কঙ্গনার টুইটারে। এই ভিডিওটি শেয়ার করে কঙ্গনা উপরে ক্যাপশন দিলেন ‘এখন অব্দি দেখা সেরা ভিডিও’। এইভাবেই নিজের আসন্ন ছবির গানের প্রচার চালিয়ে যাচ্ছেন কঙ্গনা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.