ডেভিড ওয়ার্নার
২০২০ সালের আইপিএলে ৫৪৮ রান করা ডেভিড ওয়ার্নারের দিকে এবারও নজর থাকবে ক্রিকেট বিশ্বের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল খেতাব দেওয়া অধিনায়ক এবার কী কমাল দেখান, সেটাই দেখার। চোট সারিয়ে বাইশ গজে ফিরে আরও ধরালো হয়েছে অস্ট্রেলিয় ওপেনারের ব্যাট।
স্যাম কারান
২০২০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৪টি ম্যাচ খেলে স্যাম কারান ১৮৬ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে দুর্দান্ত ব্যাটিং করা ইংল্যান্ড অল রাউন্ডারের দিকে এবারও নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
কাগিসো রাবাডা
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কাগিসো রাবাডা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৭ ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। এবারও তাঁর কাছ থেকে তেমনই পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা। দক্ষিণ আফ্রিকার জার্সিতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার।
শাকিব আল হাসান
আইপিএলে এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন শাকিব আল হাসান। বাংলাদেশি অল রাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৭৪৬। ৫৯টি উইকেটও নিয়েছেন শাকিব। এই আইপিএলে কেকেআরের জার্সিতে তিনি নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন।
ক্রিস মরিস
দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের ইতিহাসে এত দর অন্য কোনও ক্রিকেটারের ওঠেনি। ফলে এবারের আইপিএলে মরিসের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। গত আইপিএলে আরসিবি-র জার্সিতে ৯টি ম্যাচ খেলে ৩৪ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন মরিস।