দাসোর অডিটে বড়সড় দুর্নীতি ?
কিন্তু কেন এই টাকা দেওয়া হয়েছিল কোনও যথার্থ উত্তর দিতে পারেনি যুদ্ধবিমান প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসো। দাসোর অডিট করতে গিয়ে ফ্রান্সের দুর্নীতি দমন সংস্থা এজেন্স ফ্যাঙ্কাইজ অ্যান্টিকোরাপশন এই অর্থ সংক্রান্ত তথ্য পেয়েছে। এদিকে এই তথ্য সামনে আসার পর রাফাল কেলেঙ্কারি নিয়ে ফের একবার সরব হয়েছে কংগ্রেস। প্রশ্নবাণে বিদ্ধ করেছে বিজেপিকে। এমনকী এই গোটা দুর্নীতির পিছনে গেরুয়া শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে বলেও তাদের দাবি।
অভিযোগ অস্বীকার বিজেপির
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই দাবিটিকে "সম্পূর্ণ ভিত্তিহীন" বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, "কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে রাফালকে বড় ইস্যু করেছে, তবে নির্বাচনী ময়দানে ধরাশায়ী হয়েছে। পাঁচ রাজ্যে ভোটের আবহে এবার ইস্যু তোলার চেষ্টা করছে তারা। কিন্তু বিশেষ সুবিধা করতে পারবে না।" যদিও দুর্নীতি যে হয়েছে সেই দাবিতে অনড় কংগ্রেস।
কী বলছে ফরাসি মিডিয়ার রিপোর্ট ?
এদিকে ফ্রান্স থেকে ভারতে ৩৬টি রাফালে বিমান বিক্রি করার পিছনে বড়সড় কেলেঙ্কারি হয়েছে স্পষ্ট দাবি করেছে ফরাসি তদন্তমূলক সংবাদপত্র 'মিডিয়াপার্ট'। তাদের একটি রিপোর্টেই বলা হয়েছে দাসোর অডিটে আরও দেখা গিয়েছে, ৫০৮,৯২৫ ইউরো এই চুক্তির 'ক্লায়েন্ট'দের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। রাফালের ৫০ টি নমুনা তৈরির জন্য ভারতীয় সাব কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয় বলেও আগেই স্বীকারও করেছে দাসো। কিন্তু উপহার স্বরূপ এই বিশাল পরিমাণ অর্থ প্রদানের পিছনে যথাযথ কোনও কারণ দেখাতে দাসো।
ঠিক কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ?
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, " কংগ্রেস আবারও রাফালে ইস্যু নিয়ে কেন কথা বলছে? সুপ্রিম কোর্ট, ক্যাগ(সিএজি) কেউই এই চুক্তিতে কোনও ক্রুটি খুঁজে পায়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এটি একটি বড় ইস্যু করেও ফায়দা তুলতে পারেনি।" যদিও তারপরেো দমতে রাজি নয় কংগ্রেস। এমনকী গোটা ঘটনায় তদন্তেরও দাবি তুলেছে রাহুলের দল।
রাফাল ইস্যুতে মোদী সরকারকে একাধিকবার তোপ রাহুলের
এদিকে এর আগেই সরকারি সংস্থাকে বঞ্চিত করে কেন্দ্র ঘনিষ্ঠ আম্বানিদের রাফালের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে আগেই বিদ্ধ হয়েছে মোদী সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের পরিবর্তে অনিল আম্বানির সংস্থার সঙ্গে ফরাসি দাসোর চুক্তির ব্যাপারেও একাধিকবার দুর্নীতির অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। এবার এই বিতর্ক নতুন মাত্রা পাওয়ায় জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।