কোভিড বাড়তেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, নেওয়া হবে কোন পদক্ষেপ?

ক্রমেই চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে রবিবারই উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবেহ এদিন প্রথমবার দেশে করোনার দৈনিক সংক্রমণ ১ লক্ষের গণ্ডি পার করে। আর তাতে চিন্তা বেড়ে যায় আরও কয়েক গুণ। এরপরই এদিন বিকেলে প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়, আগামী ৮ এপ্রিল দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। টিকাকরণ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই নাকি এই বৈঠক ডাকা হয়েছে।

More CORONAVIRUS News