ক্রমেই চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে রবিবারই উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবেহ এদিন প্রথমবার দেশে করোনার দৈনিক সংক্রমণ ১ লক্ষের গণ্ডি পার করে। আর তাতে চিন্তা বেড়ে যায় আরও কয়েক গুণ। এরপরই এদিন বিকেলে প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়, আগামী ৮ এপ্রিল দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। টিকাকরণ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই নাকি এই বৈঠক ডাকা হয়েছে।