২০১৬ বিধানসভা ভোটের ফল ও বাংলার ভোট চিত্র
২০১৬ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি কেন্দ্রের মধ্যে কুলতলিতে বামেরা দাপট দেখায়। সেবার বাকি ১৫ টি আসনই ঘাসফুল ছিনিয়ে নেয়। হাওড়ায় আমতা দখলে রেখেছিল কংগ্রেস। বাকি ৬ টি আসনে তৃণমূল বিজয়ী। হুগলির ৮ টি আসনে ২০১৬ সালে তৃণমূল জিতেছিল। সেখানে দাঁত ফোটাতে পারেনি বিজেপি।
৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ফল
২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগানর বাসন্তী, কুলতলি,কুলপি, রায়দিঘি, মন্দিরবাজারে তৃণমূলের সবুজ আবির উড়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, দুই মগরাহাট, ডায়মন্ড হারবার, ফলতা বিষ্ণুপুরে তৃণমূল লিডে ছিল।
৩১ আসনের মধ্যে ২০১৯ লোকসভা ভোটে হাওড়ার ফল
২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণে দাপট ধরে রাখে তৃণমূল। এছাড়াও হাওড়ার শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগতবল্লভপুরে তৃণমূল দাপটে এগিয়া যায়। যেখানে ২০১৯ সালে প্রবল মোদী সুনামিতে বিজেপি বাংলার তাবড় সিট দখল করে,সেখানে হাওড়ার এই কয়েকটি আসনে পালাবদল দেখা যায়নি।
হুগলি নিয়ে তৃণমূলের সামনে কোন চ্যালেঞ্জ?
প্রসঙ্গত, ২০১৯ সালে হুগলিতে দুটি আসনে বিজেপি লিড নেয়। তারমধ্যে একটি গোঘাট ও একটি পুরশুরা। এছাড়াও ২০১৯ সালে হুগলির তারকেশ্বর, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি , আরামবাগ, খানাকুলে তৃণমূল দাপট দেখিয়েছে। সেই জায়গা থেকে তৃতীয় দফায় তৃণমূলের কাছে হুগলির পুরশুরা ও গোঘাট বড় চ্যালেঞ্জ।