আপত্তিকর পোস্ট নিয়ে অভিযোগ শুভেন্দুর, ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (election commission) বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখে পোস্টগুলি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধিদল

মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগে সোমবার নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। সেখানে বিজেপির প্রতিনিধিদলের তরফে একাধিক দাবি ও অভিযোগ করা হয়।

শুভেন্দু অধিকারীর অভিযোগ

এদিন বিজেপির প্রতিনিধিদলের তরফে শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্বলিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। সেখানে তথ্যপ্রমাণও জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, অনিন্দ্য চৌধুরী নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একনাগারে আপত্তিকর পোস্ট করতেন। এইসব পোস্টের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়।

আইনজীবীবির চিঠি পাঠিয়েছিলেন শুভেন্দু

এর আগে আপত্তিকর পোস্ট নিয়ে অনিন্দ্য চৌধুরী নামে ওই ব্যক্তিকে আইনজীবীর চিঠিও পাঠিয়েছিলেন তিনি। সেই সময় বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ার ওই ব্যক্তির পোস্ট বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ওই ব্যক্তিকে তৃণমূলের বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে।

শুভেন্দুর অভিযোগ মনিটরিং সেলে

ভোটের সময় সোশ্যাল মিডিয়ায় পোস্টের ওপর নজরদারি করতে মনিটরিং সেল রয়েছে নির্বাচন কমিশনের। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীর সেই অভিযোগ ওই মনিটরিং সেলে পাছিয়ে দিয়েছে। পাশাপাশি অভিযোগ সম্পর্কে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। ফলে এই পোস্টগুলির উৎস খুঁজে বের করে তা মুছে ফেলা হতে পারে বলেও জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফে।

Know all about
শুভেন্দু অধিকারী

More SUVENDU ADHIKARI News