ঝড় তুলেছেন পঞ্জাব কিংসের নেটে, এই ক্রিকেটারকে দেখে পোলার্ড মনে হচ্ছে কুম্বলের

আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হয়নি কিংস ইলেভেন পঞ্জাব। নাম, জার্সি, হেলমেটের রং বদলে তাই প্রীতি জিন্টার দল এবার পঞ্জাব কিংস নামে মাঠে নামবে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেতে। প্রীতি জিন্টার দলে এবার খেলবেন শাহরুখ খান। তামিলনাড়ুর এই অলরাউন্ডার ইতিমধ্যেই নজর কেড়েছেন তাঁর পাওয়ারহিটিংয়ের মাধ্যমে।

“He reminds me a bit of Pollard!” 💪

𝐊𝐢𝐧𝐠𝐬 da apna 𝐊𝐡𝐚𝐧 😍#SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/yO4MCbDCpJ

— Punjab Kings (@PunjabKingsIPL) April 4, 2021

প্রীতির দলে শাহরুখ

আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। প্রথম শ্রেণির ক্রিকেটও খুব বেশি খেলেননি। তবে সীমিত ওভারের ক্রিকেটে নজর কাড়া শাহরুখকে আইপিএল নিলামে ৫.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছে পঞ্জাব কিংস। নিলামের দিন এসআরকে-কে দলে নিয়ে উচ্ছ্বসিত প্রীতি জিন্টা বলিউড তারকা তথা কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের পুত্র আরিয়ানের দিকে তারিয়ে বলেছিলেন, আমরা শাহরুখকে পেয়ে গেলাম! উল্লেখ্য, ক্রিকেটার শাহরুখ খানের মাসি শাহরুখ খানের ভক্ত। বলিউড তারকার নামেই তাই বোনপোর নাম রাখেন শাহরুখ।

পোলার্ডের সঙ্গে মিল

পঞ্জাব কিংস কর্তাদের আস্থার মর্যাদা দিতে বদ্ধপরিকর ছাব্বিশ ছুঁইছুঁই শাহরুখ। নেটে অবলীলায় বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছেন। সেই ভিডিও পোস্ট করেছে পঞ্জাব কিংস। দলের হেড কোচ অনিল কুম্বলে বলছেন, শাহরুখকে দেখে আমার কায়রন পোলার্ড মনে হচ্ছে। আমি যখন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলাম তখন দেখেছি নেটে পোলার্ড কতটা বিপজ্জনক। তখন নেটে বোলিংও করতাম। তবে পোলার্ডকে বলে দিয়েছিলাম সোজা মেরো না। আর বয়স বেড়েছে, এখন তো আর শাহরুখকে বল করার প্রশ্নই নেই। আইপিএল অভিষেকের আগেই অনিল কুম্বলের মতো কিংবদন্তির কাছ থেকে এমন দরাজ সার্টিফিকেট 'পঞ্জাব কিংসের পোলার্ড'-এর কাছে বড় পাওনা।

সেরাটা দিতে প্রস্তুত

আইপিএলে সুযোগ পেয়ে খুশি শাহরুখ নিজেও। জানালেন, যেদিন নিলাম চলছিল তখন দলের সঙ্গে ইন্দোরে অনুশীলন করছিলেন। সহকারী কোচকে বলে রেখেছিলেন আমার নাম নিলামে উঠলে ডেকো। প্রথমে তাঁর নাম ওঠেনি। অনুশীলন সেরে ফেরার সময় নিলামে তাঁর নাম ওঠে। তখন হৃদস্পন্দন অনেকটাই বেড়ে গিয়েছিল। এত দর ওঠাও অপ্রত্যাশিত ছিল শাহরুখের কাছে। যদিও দল পাওয়ার পর কোচ, সতীর্থদের অভিনন্দনে ভেসে যান। সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকটি অর্ধশতরান করে আইপিএল খেলতে গিয়েছেন। নিজের সেরাটা দিতে প্রস্তুত পঞ্জাবের পোলার্ড, সতীর্থদের 'খান'।

পঞ্জাব কিংসের প্রতিপক্ষ

১২ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ১৬ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ১৮ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ২৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২৬ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ৩০ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২ মে- দিল্লি ক্যাপিটালস, ৬ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৯ মে- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ১৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে), ১৫ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ২২ মে- রাজস্থান রয়্যালস

এদিকে, এসে গিয়েছেন পঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি রোডসও। কোয়ারান্টিন পর্ব কাটিয়ে তিনি দলের সঙ্গে অনুশীলনেও হাজির থাকছেন। সবমিলিয়ে চনমনে মেজাজেই রয়েছে পঞ্জাব কিংস শিবির।

End your weekend with J🔛NTY 😍#SaddaPunjab #PunjabKings #IPL2021 @JontyRhodes8 pic.twitter.com/0VhJmBGMBi

— Punjab Kings (@PunjabKingsIPL) April 4, 2021

(ছবি- পঞ্জাব কিংস টুইটার)

More IPL 2021 News