পাঁচ রাজ্যে ভোটের আবহেই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও ভাঙছে অতীতের সমস্ত রেকর্ড। এমনকী মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলিতে তৈরি হয়েছে লকডাউনের সম্ভাবনা। এই কঠিন সঙ্কটের মধ্যে এবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমতাবস্থায় করোনা রুখতে আগামীতে কী ভারত ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ভারত ? ওয়াকিবহাল মহলের ধারণা সেই উত্তর মিলবে এদিনই।
সূত্রের খবর, করোনা মোকাবিলায় নতুন বিধিনিষেধের পাশাপাশি গোটা দেশের টিকাকরণ নিয়ে এদিন বিস্তারিত জানবেন মোদী। সূত্রের খবর, এদিন মোদীর ডাকা জরুরি বৈঠকে ক্যাবিনেট সচিবের পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৯৩ হাজার ২৪৯ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যা গত বছর সেপ্টেম্বরের ১৯ তারিখের পর নয়া রেকর্ড।
এদিকে করোনা পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১.২৪ কোটি পার করেছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান এও বলছে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে যে পরিমাণ মানুষ করোনার কবলে পড়েছেন তার মধ্যে ৮১.৪২ শতাংশই ৮ রাজ্যের। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ। এমতাবস্থায় রবিবারের উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী ঠিক কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
আইএসএফ প্রার্থীর বিজেপি-যোগ! কৃষ্ণগঞ্জের পর চাপড়াতেও জোট ভেঙে প্রার্থী দিল সিপিএম