শুভেন্দু অধিকারীর অভিযোগ
এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সরকারি মদতে কয়লা দুর্নীতি হয়েছে। বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের যোগসাজস রয়েছে। তাঁর দাবি, ২০১৩-তে বিনয় মিশ্রকে যুব সহ-সভাপতি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। সেই বিনয় মিশ্র সম্পর্কে তৃণমূল চুপ কেন, প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছিলেন বিনয় মিশ্র। বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, প্রতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৪০ কোটি টাকা করে পৌঁছে দেওয়া হত।
জড়িত একাধিক পুলিশ আধিকারিক
ধৃত আইসি অশোক মিশ্র টাকা পৌঁছে দিতেন বলে অভিযোগে করেন শুভেন্দু অধিকারী। ৯০ থেকে ৯৫ জন পুশি আধিকারিক এই চক্রে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ পুলিশের একাংশ এই চক্রে জড়িত। আর এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ও এড়িতে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। অডিও টেপের কথোপকথন নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, গণেশ বাগারিয়া এবং বিনয় মিশ্রকেই কথা বলতে শোনা গিয়েছে।
সুব্রত মুখোপাধ্যায়ের পাল্টা দাবি
এব্যাপারে অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, অডিও টেপে দুই ব্যক্তিকে কথা বলতে শোনা গিয়েছে। কিন্তু তারা কে, কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। কী বিষয়ে কথা বলছিলেন তাও বোঝা যায়নি বলে দাবি করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর দাবি কুৎসা করতে টেপ সাজানো হয়েছে। হার নিশ্চিত বুঝেই কুৎসা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
কুণালের নিশানায় শুভেন্দু
অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, পাচার কাণ্ডে সরকারি মদতের অভিযোগ তোলা শুভেন্দু অধিকারীও নিজে সেই সরকারের মন্ত্রী ছিলেন। আর যেসব এলাকার নাম উঠে আসছে, সেইসব জায়গার অবজারর্ভারও ছিলেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের মতো কুণাল ঘোষও দাবি করেছেন, প্রথম দুদফায় হারতে চলেছে বিজেপি, তাই এইসব কথা বলা হচ্ছে।