অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বই ইন্ডিয়ান্সের

পিঠের চোটের কারণে গত বছরের আইপিএলে দেখা যায়নি বোলার হার্দিক পাণ্ডিয়াকে। তবে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর হার্দিককে অলরাউন্ডার হিসেবেই দেখা যাবে আসন্ন আইপিএলে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে সে কথাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড।

কমেছে গতি, কমেনি অ্যাগ্রেসন

২০১৯ বিশ্বকাপের পর পিঠের চোটে কাবু ছিলেন হার্দিক। অস্ত্রোপচারও হয়। শেন বন্ড মনে করেন, এর ফলে স্বাভাবিকভাবেই হার্দিকের বোলিংয়ে গতি কিছুটা কমেছে। তবে অ্যাগ্রেসন বা আক্রমণাত্মক মনোভাবে ওই চোট চিড় ধরাতে পারেনি। তা অটুটই রয়েছে। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি ২০ সিরিজে হার্দিক ১৭ ওভার বল করেছিলেন। এরপর প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে বোলিং করেননি। যদিও শেষ তথা নির্ণায়ক ম্যাচে ৯ ওভার বল করে তাঁকে নিয়ে জল্পনার অবসান ঘটান হার্দিক।

এখন যেমন

হার্দিকের বর্তমান অবস্থা নিয়ে শেন বন্ড বলেন, মাঠে যাতে অলরাউন্ডার হিসেবে হার্দিক দ্রুত ফিরতে পারেন গত আইপিএলে সেই ভাবনা অনুযায়ী হার্দিককে খেলানো হয়। বল করতে দিয়ে তাঁর চোট বাড়তে দিতে চাইনি। পিঠের চোট থাকলে ধারাবাহিক গতিতে তার প্রভাব পড়ে। গতি কিছুটা কমলেও তাঁর অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ একইরকম আছে এটা সবচেয়ে বড় কথা। এখনও হার্দিক যথেষ্ট গতিতে বল করছেন, বাউন্সার দিচ্ছেন বা বল স্যুইং করাতে পারছেন। অস্ত্রোপচার হলে শরীরের নানা অংশে ব্যথা থাকে। এই সমস্যা গত আইপিএল চলাকালীন হার্দিকের ছিল। কিন্তু তাঁর ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে তাঁকে দিয়ে তাই জোর করে বোলিং করানো হয়নি। এর ফলে দেশের হয়ে অলরাউন্ডার হিসেবে মাঠে ফিরে ভালো ফর্ম ধরে রেখেই এবার আইপিএল খেলতে এসেছেন হার্দিক।

দিনে ১০ ওভার

আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-সহ ইংল্যান্ডে ভারতের ছটি টেস্ট রয়েছে। তারপর টি ২০ বিশ্বকাপ। এই পরিস্থিতিতে হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও জোর দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। শেন বন্ডের পরামর্শ, টেস্টে হার্দিক চতুর্থ বোলার হিসেবে দারুণ কার্যকরী। সাতে ব্যাট হাতেও তাঁর উপস্থিতি দলের ব্যাটিং গভীরতা বাড়ায়। তবে হার্দিক যে চোট সারিয়ে মাঠে ফিরেছেন তাতে তাঁকে দিনে ১৫-১৬ ওভার বল না করিয়ে টেস্টে দিনে ১০ ওভার বল করানোই ভালো।

৫ থেকে ৭-এ সেরা

মুম্বই ইন্ডিয়ান্স দলে অলরাউন্ডারদের যে অপশন রয়েছে তা আইপিএলের সেরা বলেই দাবি করেছেন শেন বন্ড। তিনি বলেন, কায়রন পোলার্ড, হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া রয়েছেন। গত বছর হার্দিকের চোট থাকায় পোলার্ডকে ষষ্ঠ বোলার হিসেবে আমরা খেলিয়েছিলাম। কিন্তু ৫ থেকে ৭ সেরা ক্রিকেটারদের সকলকেই এবার আমরা পাচ্ছি।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ: ৯ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ১৭ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ২০ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২৩ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ১ মে- চেন্নাই সুপার কিংস, ৪ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে- রাজস্থান রয়্যালস, ১০ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৩ মে- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১৬ মে- চেন্নাই সুপার কিংস, ২০ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৩ মে- দিল্লি ক্যাপিটালস (বিকেল সাড়ে ৩টে)

More IPL 2021 News