বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ত্রিপুরার মতো হাল হবে! ভোট-প্রচারে বেলাগাম শুভেন্দু

ভোট প্রচারে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ইস্তফা দিতে হবে। বিজেপি শপথ নেওয়ার পরদিনই সকল তৃণমূল সদস্যকে ইস্তফা দিতে হবে ত্রিপুরার মতো। শুভেন্দুর মুখে এমন হুঁশিয়ারি শোনার পর তৃণমূলের বক্তব্য, এটাই তো বিজেপির আসল চেহারা!

পঞ্চায়েত সদস্যদের ইস্তফার বার্তা শুভেন্দুর

শনিবার কোচবিহারে দু-জায়গায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর মুখে শোনা যায় পঞ্চায়েত সদস্যদের ইস্তফার বার্তা। শুভেন্দু বলেন, তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা নাকি ধমক দিচ্ছেন। বলছেন ভোট না দিলে দেখে নেব। ওদের বলে দিন ২ মে-র পরদিন ৩ মে বিডিও অফিসে আর এসডিও অফিসে গিয়ে তোমাদের পদত্যাগ করতে হবে।

ত্রিপুরায় বিজেপি আসার পরে পঞ্চায়েতের হাল

শুভেন্দু বলেন, ত্রিপুরায় বিজেপি আসার পরে সব পঞ্চায়েত সদস্যকে পদত্যাগ করতে হয়েছে। তিন মাসের মধ্যেই পুরসভা, পঞ্চায়েতের ভোট করে জনগণের হাতে ক্ষমতায় তুলে দিয়েছে বিজেপি। এই বা্ংলাতেও তা-ই হবে। শুভেন্দুর মুখে এই কথা শুনে গর্জে ওঠেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

ভয় দেখিয়ে এভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি

পার্থপ্রতিম রায় বলেন, ভয় দেখিয়ে এভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। কেউ ভয় পাবেন না। এই বিজেপিকে বিদায় দিন গণতান্ত্রিকভাবে। এই ভয় দেখানো কোন নিয়মের মধ্যে পড়ে। কোচবিহারের মানুষ বিজেপিকে জবাব দেবে। আসন্ন নির্বাচনে গণতান্ত্রিকভাবে হারিয়ে বিজেপিকে বিদায় দেবে আমজনতা।

বাংলার জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না

রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ত্রিপুরার ক্ষমতায় আসার পর ৯৮ শতাংশ পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি বিজেপি। শুভেন্দুবাবু কি সেটাই মনে করিয়ে দিতে চাইলেন। ভুলে যাবেন না আপনাকে জবাব দেওয়ার রাইট এখনও জনতার হাতেই রয়েছে। বাংলার জনতা আপনাদের ছেড়ে কথা বলবে না।

More SUVENDU ADHIKARI News