উন্নয়নের প্রশ্নে অভিষেকের বার্তা
এদিন পর পর সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি কোনও মতেই তৃণমূলকে হারাতে পারবে না। কারণ তৃণমূলের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন। আর এই উন্নয়নের প্রশ্নে মমতার দল এগিয়ে রয়েছে বাংলায়। এমনই দাবি অভিষেকের।
চ্যালেঞ্জ অভিষেকের
এদিনের সভা থেকে স্বভাবসিদ্ধভাবে অভিষেক বলেন, ভোটের লড়াইতে মমতাকে টার্গেট করে কথা না বলে, বিজেপির উচিত উন্নয়নের প্রশ্নে ডিবেটে অংশ নেওয়া। অভিষেক বলেন, তিনি নিজে চান উন্নয়নের প্রশ্নে ডিবেট লড়তে। এবিষয়ে স্থান, কাল, পাত্র , সঞ্চালক বিজেপি ঠিক করুক, তিনি সেই ডিবেটে অঁশ নিতে রাজি।
'দিদি যা বলেছেন করেছেন'
নিজের সংসদীয় এলাকা দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া এলাকায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, 'করোনার দোহাই দিয়ে বিজেপি সাংসদদের তহবিলের টাকা রুখে দিয়েছে।' তিনি বলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক তহবিল নিয়ে এমন কোনও সিদ্ধান্ত নেননি, যেখানে বাংলা নিজেও করোনার প্রবল দংশন সহ্য করেছে। পার্টি নির্বিশেষে দিদি সকল বিধায়ককে আগের মতোই তহবিল রেখেছেন।
প্রতিশ্রুতির নামে ভাঁওতা
অভিষেক এদিনের সভা থেকে বলেন উন্নয়নের প্রশ্ন হোক এবারের লড়াই। তিনি বলেন বিজেপি যা বলছে তা ভাঁওতা। এবিষয়ে তিনি মোদী সরকারকে বাংলা নিয়ে রিপোর্ট কার্ড তুলে ধরে নিজের কাজ দেখানোর দাবি করেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যেখানে অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন, সেখানে সেবিষয়ে একটিও কথা খরচ করতে শোনা যায়নি তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদকে। এমনকি জয়নগরের সভায় শুভেন্দু প্রসঙ্গেও কোনও বক্তব্য অভিষেকের মুখে শোনা যায়নি