প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত
শুভেন্দু অধিকারী এদিন সংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে অনেক অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের সমর্থনে অডিও সামনে আনল বিজেপি। ভাইপো আর বিনয় মিশ্রের কথোপকোথন সামনে আনল বিজেপি। এই অডিও প্রকাশ করে বিজেপির অভিযোগ, প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা দেওয়া হত।
বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র যুবা সংগঠন থেকে
শুভেন্দু অভিযোগ করেন, বিনয় মিশ্রের সঙ্গে যোগসূত্র কিছুতেই এড়াতে পারে না তৃণমূল। আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমাকে আটকানোর জন্য যুবা সংগঠন তৈরি করা হয়েছিল তৃণমূলে। যা একেবারেই অবাস্তব। কোনও রাজনৈতিক দলে দুটি যুব সংগঠন দেখা যায় না। মাননীয় ভাইপো ২০১৩ সালে বিনয় মিশ্রকে যুবার দায়িত্বে এনেছিলেন।
তৃণমূল সবসময় বিনয় মিশ্র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে
শুভেন্দু বলেন, কয়লা-কাণ্ডে আইসি অশোক মিশ্র গ্রেফতার হয়েছেন। আগে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রও গ্রেফতার হয়েছে। বিনয় মিশ্রের নেতৃত্বে ব়্যাকেট চলত। তিনিই অভিষেকের কাছে টাকা পৌঁছে দিতেন। তাই বিনয় মিশ্র সম্পর্কে চুপ তৃণমূল। তৃণমূল সবসময় বিনয় মিশ্র প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না
শুভেন্দু বলেন, ভাইপোই হল তৃণমূলের অলিখিত সেকেন্ড ইন কম্যান্ড। তিনি পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে নবান্নকে কাজে লাগিয়ে তিনি পুলিশের মাধ্যমে এই ব়্যাকেট চালিয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায় এড়াতে পারেন না। এই দুর্নীতির ইতি টানা দরকার।
কালীঘাটের ব্যানার্জি পরিবার দুর্নীতিগ্রস্থ
শুভেন্দু বলেন, তদন্ত শুরু হওয়ার পর নানা অভিযোগ উঠে এসেছে। তা এড়িয়ে গিয়েছে। এবার কথোপকোথনও সামনে এল। কালীঘাটের ব্যানার্জি পরিবার যে দুর্নীতিগ্রস্থ, তা আর অস্বীকার করা যাবে না। এই দুর্নীতির অবসান ঘটাতে হবে। সেটাই আমাদের আবেদন বাংলার জনতার কাছে। দীনেশ ত্রিবেদী বলেন, এই দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র। আরও অনেক দুর্নীতি বেরিয়ে আসবে। এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কথোপকোথেনর অডিও সামনে আনেন।