কলকাতা: সবে প্রেমের মাস পেরোলো। তাতে কী? প্রেম করতে আবার সময় নিয়ে ভাবতে হয় নাকি? তবে কারো সাথে সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই কিছু বিষয় জানা উচিত ও সেগুলি নিয়ে ভাবা উচিত। কারণ না জেনে না বুঝে কোনো সম্পর্কের দিকে এগোলে পরবর্তীতে তৈরি হতে পারে তা নিয়ে অনেক রকমের সমস্যা।

এজন্য কয়েকটি বিষয় প্রথমেই মাথায় রাখতে হবে তাদেরকে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এতে পরে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা হলেও তারা আগে থেকে তা নিয়ে সচেতন থাকবে ও সমাধানে বেশি সমস্যাও হবে না তাদের।

১. যোগাযোগ: সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখা একটি সম্পর্কের জন্য জরুরী। যোগাযোগ রাখা মানে বারবার সঙ্গীকে ফোন বা মেসেজ করে বিব্রত করা নয়, তার ভালো মন্দের খোঁজ খবর নেওয়া ও সেই সঙ্গে দিনের অন্যান্য সময়েও খোঁজ রাখা উচিত। তবে খোঁজ নেওয়া মানে তাকে সন্দেহ করা নয় যে সে কোথায় গেলো বা বলে গেলো না কেন।

২. ছাড় দেওয়া: সম্পর্কের মধ্যে থেকে কেউই যেন খাঁচায় বন্দি পাখি না হয়ে যান সেটা খেয়াল রাখবেন। কিছু বিষয়ে সঙ্গীকে ছাড় দেওয়া উচিত। তবে যাকে দিচ্ছে তার উচিত সেই ছাড়ের অপব্যবহার না করা। সময়, কাজ, চেষ্টা সব ক্ষেত্রেই কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে দুজনকেই।

৩. স্বাধীনতায় হস্তক্ষেপ না করা: সম্পর্কে থেকে সঙ্গী যেন স্বাধীনভাবে শ্বাস নিতে পারে সেটা দেখবেন। প্রত্যেক মানুষের নিজের জন্য কিছু জায়গা রাখা উচিত। অন্যের উচিত সেই জায়গাকে সম্মান করা। যার যার কাজের সময় ভাগ করে একে অপরের জন্যে সময় দেওয়া উচিত।

৪. তর্কে না যাওয়া: দুজনের মতের মিল সব জায়গায় নাও হতে পারে। তবে ‍শুধু শুধু তর্কে জড়ানো উচিত নয়। একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করবেন।

৫. নিজেকে ভালোবাসা: অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা উচিত। এতে নিজের প্রতি বিশ্বাস জাগবে ও সঙ্গীকে সে নিজের ব্যাপারে বলতে পারবে মন খুলে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।