উদ্বেগজনকভাবে মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ। তার মধ্যেই এই মারণ ভাইরাস প্রাণ কাড়ল দেশের প্রাক্তন টেবিল টেনিস তারকা সুহাস কুলকার্নির। তাঁর বয়স হয়েছিল ৬৮।
জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে পরিচিত নাম সুহাস কুলকার্নির সম্প্রতি করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসা চলছিল কৌশল্যা হাসপাতালে। আজ থানেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন টিটি তারকা। তিনি রেখে গেলেন মা, স্ত্রী ও কন্যাকে।
খেলা থেকে অবসর নেওয়ার পরও টিটি-র সঙ্গেই যুক্ত ছিলেন সুহাস কুলকার্নি। কোচিং করানোর ফাঁকে খেলতেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মাস্টার্স টিটি প্রতিযোগিতায়। ২০১৯ সালে ইন্দোরে জাতীয় মাস্টার টিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া দেশের টেবিল টেনিস তথা ক্রীড়ামহলে।
এদিকে, করোনা সংক্রমণ বেড়ে চলায় মহিলা লিগের প্লে অফ, যা দিল্লিতে শুরু হওয়ার কথা কথা ছিল ৭ এপ্রিল থেকে, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে এআইএফএফ। বিভিন্ন রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা ও ক্লাবগুলির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত। অন্য যে টুর্নামেন্টগুলি বিভিন্ন রাজ্যে চলছে সে ক্ষেত্রেও ফুটবলার, কোচিং স্টাফ-সহ সকলের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার নির্দেশও দেওয়া হয়েছে।
ছবি- ফেসবুক