নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম একদিনের আন্তর্জাতিকে ছয় উইকেটে জয় পেল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এই নিয়ে টানা ২২টি ম্যাচ জিতে একদিনের আন্তর্জাতিকে নতুন বিশ্বরেকর্ড গড়লেন অজি মেয়েরা। তাঁরা এদিন ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলেরই গড়া ১৮ বছরের পুরানো বিশ্বরেকর্ড। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকেই হারিয়ে টানা ২১ ম্যাচে জয়ের বিশ্বরেকর্ড গড়েছিল।
মাউন্ট মনগানুইয়ে এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল শেষ আটটি উইকেট হারায় ৫৩ রানের মধ্যে। লরেন ডাউনের ৯০ রান সত্ত্বেও কিউইরা অল আউট হয়ে যায় ৪৮.৫ ওভারে। অজি পেসার মেগান স্কাট ৩২ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। নিকোলা ক্যারের ঝুলিতে তিন উইকেট।
জবাবে খেলতে নেমে ৩৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি সর্বাধিক ৬৫ রান করেন। এলিস পেরি ৫৬ ও অ্যাশলে গার্ডনার ৫৩ রানে অপরাজিত থাকেন।
একদিনের আন্তর্জাতিকে এটি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের টানা ২২তম জয়। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া ২১টি একদিনের আন্তর্জাতিক টানা জিতেছিল। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড। ২০১৭ সালের ২৯ অক্টোবরের পর আর হারেনি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অজিদের এই বিজয়রথ চলতে শুরু করে ২০১৮ সালে ভদোদরায় ভারতকে হারানো থেকে। তারপর টানা ২২ ম্যাচে জয়। এদিন নয়া বিশ্বরেকর্ড গড়তেই মেগ ল্যানিংয়ের দলকে কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের কভার ছবি বদলে ফেলেছে আইসিসি-ও।
— ICC (@ICC) April 4, 2021
মেগ ল্যানিং এই বিশ্বরেকর্ড গড়ার পর বলেছেন, এতেই প্রমাণিত দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের নিরিখে আমরা কতটা ধারাবাহিক। আমাদের দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার দারুণ মিশেল রয়েছে। আমরা অ্যাগ্রেসিভ ব্র্যান্ডের ক্রিকেট খেলতেই ভালোবাসি। সাফল্যের এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলিতেও ধরে রাখতে চাই।
ছবি- আইসিসি টুইটার