বিজেপির অভিযোগের পরেই বদল করা হচ্ছে আধিকারিকদের
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, এটা কি নির্বাচন, নাকি বিজেপির সিলেকশন। বিজেপি যার বিরুদ্ধে অভিযোগ করছে, পরের দিন তাঁকে বদলি করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত ভোটের নির্দেশিকা জারির পরেই রাজ্যের ডিজির পাশাপাশি এডিজি আইনশৃঙ্খলাকে বদলি করে দেওয়া হয়। শনিবার তিন পুলিশ আধিকারিক, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ডহারবারের (শিল্পাঞ্চল) ডিএসপি মিঠুন দে এবং চন্দননগরের ডেপুটি কমিশনার তথাগত বসুকে বদলি করে দেওয়া হয়।
বদলি নিয়ে অমিত শাহকে নিশানা
বদলি নিয়ে অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কমিশনকে গিয়ে অফিসারদের বদলি করাচ্ছেন অমিত শাহ। তাঁর অভিযোগ যাঁদের কে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বিজেপি দালাল। একশ্রেণির অফিসার বিজেপির হয়ে দালালি করছে বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন দিল্লি বাংলার ১৩৫ জন অফিসারকে যখন সরিয়ে দিয়েছিল তখন তারাই ওইসব অফিসারদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এদিন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের হাতে, অমিত শাহের হাতে নয়।
অবশ্য এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চালানোর অভিযোগ তুলেছিলেন। পুলিশ আধিকারিকরদের বদলি নিয়ে মূলত অভিযোগ। তিনি কটাক্ষ করে বলেছিলেন অমিত শাহকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক।
সব বদলির ওপরে নজর
এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তিনি বদলি নিয়ে শুধু অভিযোগ করাই নয়, সব বদলির ওপরেই নজর রাখছেন। তিনি দিল্লির পথ অনুসরণ করবেন, হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
ফের কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, প্রচার শেষ হলেই, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বহিরাগতরা পুলিশের পোশাক পরে তাণ্ডব চালাচ্ছে। সঙ্গে থাকছে বিজেপির লোকেরাও। তবে এদের মোকাবিলায় মুখ্যমন্ত্রী বলেছেন, উলু দিয়ে সবাইকে সতর্ক করে জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাড়ির মহিলাদের এব্যাপারে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সুন্দরবনের এক প্রিসাইডিং অফিসার তাঁকে জানিয়েছেন, ভোট শুরুর আগে সিআরপিএফ জওয়ান, তাঁকে গুলি চালানোর অর্ডার আগে থেকেই লিখে দিতে চাপ দেয়।