মোদীর 'দিদি দিদি' ডাকের ধরন নিয়ে গর্জে উঠল তৃণমূল, শশী পাঁজা থেকে জুনরা দাগলেন তোপ

গত কয়েকটি পর পর সভায় দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'দিদি দিদি' বলে কার্যত সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টিকে যে তৃণমূল খুব একটা ভালোভাবে নেয়নি তা আগেও জানান দিয়েছে ঘাসফুল শিবির। এবার শশী পাঁজারা এদিন এক সাংবাদিক সম্মেলন থেকে সেই বক্তব্য নিয়ে সুর চড়ালেন।

মমতাকে 'অপমান' প্রসঙ্গ

শশী পাঁজা এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যখন মোদী 'দিদি.. দিদি.. কাহাঁ হ্যায় দিদি..' বক্তব্য রাখেন, তখন তা একনজন নেতার তরফে একজন নেত্রীর প্রতি বক্তব্যের নিরিখে অপমানজনক হয়ে ওঠে। আর এই ডাকের ধরন নিয়েই আপত্তি ঘাসফুল শিবিরের।

জুন যা বলেন

'বাংলার মা বোনেদের অপমান করা হয়েছে। দিদির হাত ধরে নারী শক্তি ১০ বছরে উত্থান করা হয়েছে।' এই বক্তব্যের রেশ ধরেই জুন বলেন, একজন মুখ্যমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, অতীততে কোনও প্রধানমন্ত্রী এমন ধরনের সুরে কথা বলেছেন বলে তাঁর জানা নেই।

মোদীর বিরুদ্ধে থানায় অভিযোগ

তৃণমূলের তরফে জানানো হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী 'দিদি দিদি' ডাকের ঘরানায় মুখ্যমন্ত্রীকে সম্বোধন করেছেন,তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান করা হয়েছে বলে তৃণমূল জানায়। আর সেই মর্মেই দমদম থানায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মমতাকে 'মেন্টালি হ্যারাস' করার অভিযোগ

এদিন মমতা শিবিরের তরফে জুন মালিয়া দাবি করেন , জনসভায় কীভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম ধরে তাঁকে হেনস্থা করা যায় বা মমতাকে মানসিকভাবে হেনস্থা করা যায়, তার সর্বোত চেষ্টা চলছে। এবিষয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে নিশানা তাক করেছেন.

৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে, কয়লা পাচার চক্র চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More NARENDRA MODI News