স্যামসং গ্রাহকদের জন্য ‘M’ সিরিজের একটি নতুন মডেল আনতে চলেছে ভারতের বাজারে। ৫ জি সংযোগ যুক্ত হবে এই আসন্ন Galaxy M42 স্মার্ট ফোনটি। এর পাশাপাশি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এর সমস্ত বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করা হয়েছে।
সাধারণ মানুষের কাছে কম দামে বেশ পছন্দের স্মার্ট ফোন স্যামং এর ‘M’ সিরিজ। আর এবার এই সিরিজের ৪ জি সংযোগের পর প্রথম ৫ জি সংযোগ চালু করতে চলেছে তারা। ভারতে লঞ্চের বিষয়ে অনেক আগে BIS (Bureau of Indian Standards) একটি তথ্য প্রকাশ করেছিলো এই ফোনের বিষয়ে। আর এবার স্যামসং এর তরফে স্মার্ট ফোনের বৈশিষ্ট্যের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে Geekbench তালিকা বদ্ধ করা হয়েছে যেখানে প্রসেসরের কথাও উল্লেখ করা হয়েছে।
Geekbench ডেটাবেসে SM-M462B মডেল নম্বর উল্লেখ করেছে যা Samsung Galaxy M42 5G স্মার্ট ফোনের। এর পাশাপাশি স্মার্ট ফোনটি single-core এবং multi-core পরীক্ষায় ৬৫০ এবং ১৭৯৯ পয়েন্ট অর্জণ করেছে। Geekbench ডাটাবেসে আরও উল্লেখ করা হয়েছে এই Galaxy M42 তে থাকবে একটি Snapdragon প্রসেসরের সঙ্গে eight cores এবং 1.8GHz ক্লক স্পিড।
একটি অনলাইন রিপোর্ট থেকে দেখা মিলেছে Galaxy M42 তে থাকতে পারে Qualcomm Snapdragon 750G প্রসেসরের ব্যাবস্থা। Geekbench এর তালিকায় ৪ জিবি র্যাম এর কথা উল্লেখ করা থাকলেও এই স্মার্ট ফনের স্টোরেজের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে স্টোরেজের জন্য থাকতে পারে ১২৮ জিবি স্টোরেজের ব্যবস্থাও।
এছাড়াও এই ফোনে আগে থেকে ইনস্টল করা থাকবে Android 11 OS যার সঙ্গে থাকবে একটি custom OneUI interface এর ব্যবস্থাও। Geekbench তরফে hardware এর বৈশিষ্ট্য কিংবা কর্তৃপক্ষের কোনও তথ্য বড়ো তথ্য জানায়নি।
6.6-inch AMOLED ডিসপ্লের Galaxy M42 ফোনে থাকবে FHD+ resolution এর সমর্থণের ক্ষমতা। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে 32MP ক্যামেরা । পাশাপাশি ফোনের পেছনে থাকবে চারটি সেন্সার সহ 64MP snapper। ৬,০০০ মেগাহার্জের একটি শক্তিশালী ব্যাটারি পরিষেবা থাকবে যা ১৫ ওয়াট দ্রুত চার্জেং এর সমর্থণ করবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.