মুম্বই: দুশ্চিন্তা বাড়িয়ে আইপিএল শুরুর দিন পাঁচেক আগে করোনায় আক্রান্ত হলেন ২০২০ আইপিএলের আবিষ্কার দেবদূত পারিক্কল। আরসিবি’র তরুণ এই ওপেনারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি যে কেবল আরসিবি শিবিরে দুঃসংবাদ তাই নয়, করোনার দ্বিতীয় ওয়েভের আবহে আইপিএল আয়োজন নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে এইসকল ঘটনা। ইতিমধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন মাঠকর্মী, দিল্লি ক্যাপিটালস অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে সম্প্রতি। করোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংস শিবিরের এক সদস্যও (নন-ক্রিকেটার)।
যা পরিস্থিতি তাতে অন্ততপক্ষে টুর্নামেন্টের প্রথম দু’টো ম্যাচে মাঠে নামতে পারবেন না দেবদূত। উল্লেখ্য, চেন্নাইয়ে আগামী ৯ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উল্লেখ্য, মরুশহরে ২০২০ আইপিএলে আবির্ভাবেই চমকে দিয়েছিলেন ২০ বছরের দেবদূত। কোহলির দলের ওপেনিং’য়ে বাড়তি সাহারা জুগিয়েছিলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। চোখধাঁধানো ব্যাটিং স্টাইলে তামাম অনুরাগীদের মুগ্ধ করেছিলেন পারিক্কল।
১৫ ম্যাচে ৪৭৩ রান এসেছিল দক্ষিণী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। অর্ধশতরান ৫টি। চলতি বছর ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কর্ণাটক ব্যাটসম্যান। প্রথমে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৬ ম্যাচে ২১৮ রানের পর বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৩৭ রান এসেছিল পারিক্কলের ব্যাট থেকে। পৃথ্বী শ’র পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাই টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে দেবদূতকে না পাওয়াটা কোহলির দলে ধাক্কার সামিল।
এর আগে শনিবার অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। অক্ষর হলেন দ্বিতীয় ক্রিকেটার, যিনি ২০২১ আইপিএল আবহে করোনা আক্রান্ত হলেন৷ এর আগে কলকাতা নাইট রাইডার্স ব্যাটসম্যান নীতিশ রানা করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তবে বৃহস্পতিবার কেকেআর-এর তরফে জানানো হয় নীতিশ করোনা থেকে সুস্থ হয়ে মাঠে নামার জন্য তৈরি৷ গতকাল তাঁর অনুশীলনে নামার ভিডিও পোস্ট করা হয়েছে দলের তরফে।
তবে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ জন মাঠকর্মী ও ৬ জন ইভেন্ট ম্যানেজমেন্ট সদস্যের করোনা আক্রান্তের খবর। যদিও এমসিএ জানিয়েছে সমস্ত সতর্কতা অবলম্বন করে এবং প্রোটোকল মেনে ওয়াংখেড়েতে ম্যাচ আয়োজন হবে নির্ধারিত সূচি মেনেই। এদিকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ’য়ের আবহে বিকল্প ভেন্যু হিসেবে হায়দরাবাদ এবং ইন্দোরকে প্রস্তুত রাখা হচ্ছে বলেও সূত্রের খবর।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.