পায়েলের প্রচার চলাকালীন ‘খেলা হবে’ স্লোগান তৃণমূলের
বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন কর্মী-সমর্থক পরিবষ্টিত হয়ে। ব়্যালি সামান্য এগোতেই তৃণমূল কর্মীরা তাঁদের প্রচারে বাধা দেন বলে অভিযোগ। পায়েলের প্রচার চলাকালীন ‘খেলা হবে' স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
রত্নাকে ঘিরে বিজেপিকর্মীদের বিক্ষোভ-জয় শ্রীরাম ধ্বনি
রত্না চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়ার পর উল্টো বিপত্তি বাধে। রত্নাকে ঘিরে এবার বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। ‘জয় শ্রীরাম' ধ্বনি তোলা হয়। এরপর দু-পক্ষের মদ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ হস্তক্ষেপে অবস্থা খানিক নিয়ন্ত্রণে আসে। এরপর ঠাকুরপুকর থানায় যান বিজেপি প্রার্থী পায়েল সরকার। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও পাল্টা থানায় দরবার করেন।
দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অদ্যাবধি পরে রাস্তা অবরোধ
বেহালা পূর্বের দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অদ্যাবধি পরে রাস্তা অবরোধ করা হয়। তার জেরে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বেহালা পূর্বের লড়াইও যে এবার বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়েই হতে চলেছে, তার আঁচ মিলল প্রচার পর্বে।
প্রচারের প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ল বেহালায়
বেহালা পূর্বে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভনের কেন্দ্রে বিজেপির টিকিয়ে লড়ছেন অভিনেত্রী পায়েল সরকার। দুজনেই প্রথম নির্বাচন। জেতার ব্যাপারে দু-পক্ষই আত্মবিশ্বাসী। তাই প্রচারে কোনও খামত নেই তাদের। তারই প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ল বেহালায়।