ক্লাব দখল ঘিরে ধুন্ধুমার
এমতাবস্থায় পানীয় জল ও মানিকতলায় ক্লাব দখল ঘিরে ধুন্ধুমার বাঁধল মানিকতলায়। কাঁকুড়গাছি রেলব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শনিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠল নানুরও। সেখানেও রাতভর বোমাবাজি চলে বলে খবর। এমনকী দুষ্কৃতীরা গোপডিহি গ্রামে তাণ্ডব চালায় বলেও জানা যাচ্ছে।
রণক্ষেত্র মানিকতলা
স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে পানীয় জল নেওয়া নিয়ে ঝামেলার শুরু হয় মানিকতলার ৩২ নম্বর ওয়ার্ডের বাগমারি রোডের নতুন পল্লিতে। পরে সেই স্থানীয় বচসাই তাই রাজনৈতিক সংঘর্ষে গড়ায়। নতুন পল্লি ক্লাব দখল ঘিরে শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা। এমনকী পুলিশের গাড়িতেও ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনাস্থালে পৌঁছান সাধন পান্ডের মেয়ে শ্রেয়া ও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ঘটনায় আটক এক।
নানুরে ব্যাপক বোমাবাজি
অন্যদিকে শনিবার রাতে একদিকে নানুরে রাতভর বোমাবাজি চলে। দুষ্কৃতীরা গোপডিহি গ্রামে তাণ্ডব চালায় বলে খবর। সমস্ত দুষ্কৃতীরাই তৃণমূল আশ্রিত বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। বোমার আঘাতে জখম হয়েছেন গ্রামের এক মহিলা। ঘটনায় দু'জনকে আটক করেছে নানুর থানার পুলিশ। তবে তৃণমূল-বিজেপির এলাকা দখলকে কেন্দ্র করেই এই গণ্ডগোল বলে দাবি স্থানীয়দের।
রক্ত ঝরল বর্ধমানেও
অন্যদিকে ভোটগ্রহণ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার সেই আবহেই রক্ত ঝরল পূর্ব বর্ধমানে। আক্রান্ত হলেন তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার তৃণমূল প্রার্থী শম্পা ধাড়া। তাঁকে লক্ষ্য করে নাকি তিরও ছোড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে মেমারিতে আবার বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যর প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ ঘটে। উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।