আরসিবি অধিনায়ক বিরাট কোহলির অভিনব উদ্যোগ, পশুদের নিরাপদ আস্তানার ব্যবস্থা

আইপিএলে উদ্বোধনী ম্যাচে নামার পাঁচ দিন আগে এক অভিনব উদ্যোগের কথা জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। মুম্বইয়ের মালাড ও বয়সারে তিনি তৈরি করছেন অ্যানিম্যাল শেল্টার বা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুর-বিড়ালদের সযত্নে রাখার জায়গা।

বিরাট কোহলির পশুপ্রেমের কথা অজানা নয়। কয়েক বছর আগে কলকাতায় খেলতে এসে ময়দানে ঘোড়পুলিশ যে ঘোড়ার উপর সওয়ার থাকেন, সেই ঘোড়া দেখে বিচলিত হয়ে পড়েন। ঘোড়াগুলিকে ধুঁকতে দেখে ভারত অধিনায়ক এ ব্যাপারে খোঁজখবর নেন। ঘোড়াদের প্রতি যত্ন নিতে সাহায্য করার আশ্বাসও দিয়ে গিয়েছিলেন। তাঁর ফাউন্ডেশন পশুদের জন্য নানা কল্যাণমূলক কাজকর্ম করে থাকে।

এবার রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুর, বিড়াল-সহ পশুদের নিরাপদে রাখার আস্তানার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি ফাউন্ডেশন ও মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ভিভাল্ডিস অ্যানিমাল হেল্থ অ্যান্ড আওয়াজ, ভয়েস অব স্ট্রে অ্যানিম্যালস একযোগে এই কাজ চালাবে। মালাড ও বয়সারে গড়ে তোলা হবে পশুদের জন্য ওই আস্তানা। যার দেখভালের দায়িত্বে থাকবে আওয়াজ (ভসা)। মালাডে যে অস্থায়ী রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে সেখানে অসুস্থ কুকুর, বিড়ালকে প্রাথমিকভাবে রেখে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হবে। বয়সারে স্থায়ী আস্তানায় অন্ধ বা প্যারালাইসড পশুদের এনে রাখা হবে। বিরাট কোহলি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করছেন।

To ensure health & support to stray animals, @vkfofficial has now taken its first step towards animal welfare in collaboration with Vivaldis. I want to thank my wife @AnushkaSharma for inspiring me by her passion towards animals & for being a constant advocate for animal rights. https://t.co/OWWL6z33W0

— Virat Kohli (@imVkohli) April 4, 2021

ভারত তথা আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, আমাদের শহরের রাস্তাঘাটে এদিক-ওদিক ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা আমার বহুদিনের। ভিভাল্ডিস ও আওয়াজের সঙ্গে একযোগে সেই ব্যবস্থা করতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই অবলা পশুদের ভালোভাবে রাখতে সমমনোভাবাপন্ন সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। এই উদ্যোগে স্ত্রী অনুষ্কা শর্মার অবদানের কথাও জানিয়েছেন বিরাট।

একনজরে দেখে নেওয়া যাক বিরাটরা আইপিএলে কবে কার বিরুদ্ধে খেলবেন:

৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৮ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ২২ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৫ এপ্রিল- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৭ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩০ এপ্রিল- পঞ্জাব কিংস, ৩ মে- কলকাতা নাইট রাইডার্স, ৬ মে- পঞ্জাব কিংস, ৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৪ মে- দিল্লি ক্যাপিটালস, ১৬ মে- রাজস্থান রয়্যালস, ২০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২৩ মে- চেন্নাই সুপার কিংস

More IPL 2021 News