কালবৈশাখীর পূর্বাভাসের মাঝেই তীব্র 'লু' বয়ে যাওয়ার চোখরাঙানি, আবহাওয়ার রিপোর্ট একনজরে

ভোটের বাংলায় হু হু করে বাড়ছে রাজনীতি থেকে রাজ্যের তাপমাত্রার তেজ। চৈত্র শেষের বাংলা ক্রমেই প্রবল তাপমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে, তারই মাঝে যেমন পূর্বাভাস আসে কালবৈশাখীর, তেমনই ভারতে পূর্বাভাস আছে তাপপ্রবাহের। একনজরে দেখা যাক আবহাওয়ার কিছু রিপোর্ট।

প্রবল গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস

২০২১ সালে এপ্রিল থেকে জুনের মধ্যে গরমের পরিমাণ যে তীব্রতর হবে তা আগেই জানান দিয়েছে আবহাওয়া দফতর। এর সঙ্গেই দেশের বিভিন্ন এলাকায় লু বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আইএমডির তরফে জানানো হয়েছে, আগামী ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরিতে ৫ দিন ধরে টানা লু বইবে। ২ দিন ধরে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় চলবে লু।

নিম্নচাপ তৈরি আন্দামানে

এদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর সৃষ্টি হয়েছে নিম্নচাপ। তার জেরে এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরে মৎসজীবীদের সমুদ্রে যাওয়া নিয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

কালবৈশাখীর পূর্বাভাস

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার বিকেলের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বহু এলাকায় বৃষ্টি পর্বল পরিমাণে হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি

এদিকে, জানা গিয়েছে, রাজ্যের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে সমান তালে তাপপ্রবাহ চলবে। বিগত ১০ বছরের মধ্যে মার্চ মাসে যে গরম দেখা যায়নি তা দেখা যেতে শুরু করেছেন এবারের মার্চ মাসে।

হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা

এদিকে, আবহাওয়ার রিপোর্ট বলছে পশ্চিম হিমালয় অঞ্চলে দেখা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বহু এলাকায় ৪ থেকে ৭ এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরাখণ্ডে ৭ এপ্রিল রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও জম্মু ও কাশ্মীর, গিলগিট, বালতিস্তানে রয়েছে তীব্র ঝড়বৃষ্টির সম্ভবানা ।

More WEATHER News