আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত তেলের দাম, ভারতে মূল্যবৃদ্ধি নিয়ে কী বলছেন পেট্রোলিয়াম মন্ত্রী

পাঁচ রাজ্যে ভোটের আবহে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছে শাসক দল বিজেপি। অন্যদিকে পেট্রোল-ডিজেলের সাথে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠছে আদম-আদমিরও। এমতাবস্থায় এবার সাধারণ মানুষকে ভরসা দিতে রবিবার নতুন করে আশার কথা শোনালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দ্রুতই সমস্ত পেট্রোপণ্যের দাম কমবে বলেও এদিন আশ্বাসবাণীও দেন তিনি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে রবিবার ধর্মেন্দ্র প্রধান বলেন, “ পেট্রল, ডিজেল এবং এলপিজির দাম এখন থেকেই কমতে শুরু করেছে। আগামী দিনে তা আরও হ্রাস পাবে। আমরা এর আগেও বলেছিলাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই আমরা সরাসরি তা গ্রাহকদের কাছে পৌঁছে দেব।” এদিকে গত কয়েকদিনে পেট্রোপণ্যের দাম খানিক কমলেও তা যে বিশেষ স্বস্তি দায়ক নয় তা বেশ বুঝতে পারছেন সাধরণ মানুষ। এমতাবস্থায় খোদ পেট্রোলিয়াম মন্ত্রীর কথা কতা চিঁড়ে ভিজবে সেই বিষয়ে সন্দিহান সকলেই।

এদিকে রবিবার নিয়ে লাগাতার ৫দিন তেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ মূল্যবৃদ্ধির এই বাজারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দেশের আম জনতা৷ আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দামে বেশ খানিকটা পতন দেখা গিয়েছে৷ বর্তমানে ৭১ ডলার প্রতি ব্যারেল থেকে দাম কমে হয়েছে ৬৪ ডলার প্রতি ব্যারেল৷ মার্চে পেট্রোল ও ডিজেলের দাম তিনবার কমানো হয়েছে৷ বর্তমানে দিল্লিতে পেট্রোল ৯০.৫৬ টাকা, ডিজেল ৮০.৮৭ টাকায়, মুম্বইয়ে পেট্রোল ৯৬.৯৮ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকায়।চেন্নাইয়ে পেট্রোল ৯২.৫৮ টাকা, ডিজেল ৮৫.৮৮ টাকায়।কলকাতায় পেট্রোল ৯০.৭৭ টাকা, ডিজেল ৮৩.৭৫ টাকায় বিকোচ্ছে।

মমতা ভীত-সন্ত্রস্ত-দুর্বল! ভোট শেষের আগেই তৃণমূল সুপ্রিমোকে বড় প্রস্তাব অধীরের

More PETROL News