মুম্বই: হাঁটুর চোটে ২০২১ আইপিএলের গোটা মরশুম থেকে ছিটকে গেলেন নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং। পরিবর্তে পঞ্জাব এবং ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী গুরকিরত সিং মানকে দলে নিল নাইট শিবির। এক অফিসিয়াল বিবৃতিতে শনিবার এই খবর জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই নাইট শিবিরে যোগ দিচ্ছেন গুরকিরত।
বিবৃতিতে আইপিএলে তরফ থেকে জানানো হয়েছে, ‘ব্যাটসম্যান রিঙ্কু সিং’য়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স গুরকিরত সিং মান’কে দলে অন্তর্ভুক্ত করেছে। হাঁটুর চোটের কারণে গোটা মরশুম রিঙ্কুকে পাওয়া যাবে না। ২০১৭ আইপিএলে অভিষেক হয়েছিল রিঙ্কুর। এরপর এখনও অবধি ১১টি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। তাঁর পরিবর্ত গুরকিরত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২০ আইপিএলে খেলেছেন তবে ২০২১ মরশুমের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
উল্লেখ্য, আরসিবি ছেড়ে দেওয়ায় ২০২১ আইপিএলের মিনি নিলামে পঞ্জাব ব্যাটসম্যান গুরকিতকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। বছরের তেইশের রিঙ্কুও নাইটদের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেননি এখনও। তারকাদের ভিড়ে নাইটদের একাদশে সেই অর্থে সুযোগই পাননি উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান। ২০২০ মরুশহরে আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন রিঙ্কু। চেন্নাই সুপার কিংসের বিরিদ্ধে ওই ম্যাচে ১১ রান এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। তবুও তাঁকে দলে রেখে দেয় পার্পল ব্রিগেড।
অন্যদিকে আরসিবি’র হয়ে গত মরশুমে মাত্র ৮ ম্যাচ খেলে ৭১ রান এসেছিল গুরকিরত সিং মানের ব্যাট থেকে। স্ট্রাইক রেট ৮৮.৭৫। এই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাঁকে রিটেইন না করার কথা দু’বার ভাবেনি আরসিবি। ২০১২ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অভিষেকের পর এখনও অবধি ৪১টি আইপিএল ম্যাচ খেলেছেন গুরকিরত। এখন দেখার পড়ে পাওয়া চোদ্দ আনা সুযোগ পেয়ে আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করতে পারেন কীনা গুরকিরত। তবে স্বল্প সুযোগেই যে তাঁকে বাজিমাত করতে হবে, সেই বিষয়টা পরিষ্কার।
উল্লেখ্য, গত মরশুমে অল্পের জন্য প্লে-অফ হাতছাড়া হওয়ার পর ২০২১ আইপিএলে নতুম উদ্যমে শুরু করতে মরিয়া নাইট শিবির। আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু হচ্ছে পার্পল ব্রিগেডের।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.