কলকাতা : সবজি : নতুন আলু ২০ টাকা প্রতি কেজি, খোলা বাজারে জ্যোতি আলু – ১৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু – ১৮ টাকা কিলো আলু, পেঁয়াজ ৪০ টাকা প্রতিকিলো, আদা ৫০ টাকা প্রতিকিলো, কুমড়ো ২০ টাকা প্রতিকিলো, উচ্ছে ৫০ টাকা প্রতিকিলো, বেগুন – ২০ টাকা প্রতিকিলো, টমেটো ১৫-২৫ টাকা প্রতি কিলো, লঙ্কা ৮০-১০০ টাকা প্রতিকিলো, গাজর ৩০-৪০ টাকা প্রতিকিলো, শিম – ২০ টাকা প্রতি কিলো। লাউ – ২০ টাকা প্রতি কিলো কাঁচা কলা- ৩-৫ টাকা প্রতি পিস, পটল– ৪০-৫০ টাকা প্রতিকিলো, ঢেঁড়স – ৪০ টাকা প্রতিকিলো, বাঁধাকপি – ১৫-২০ টাকা প্রতি পিস, ফুলকপি প্রতি পিস ২০-২৫ প্রতি পিস। বিম কড়াই -২০-৩০ টাকা প্রতি কিলো।
মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০ টাকা, বাটা-১৬০টাকা, ভেটকি ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, বাগদা ৬০০-৭০০ টাকা,
মাংস: মুরগি – ১৪০-১৬০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো
পাইকারি বাজার সবজির দর
সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ২০-২২ টাকা প্রতিকিলো, আদা ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ৬ টাকা প্রতিকিলো, উচ্ছে ২২ টাকা প্রতিকিলো, বেগুন ৫ টাকা প্রতিকিলো, টমেটো ৮-১০ টাকা প্রতিকিলো, লঙ্কা -৩০-৩২ টাকা প্রতিকিলো, গাজর ৮-১০ টাকা প্রতিকিলো, বাধাকপি ৬ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ৪ টাকা প্রতি পিস।
পেট্রোলের দাম এখনও অনেক বেশি। কিন্তু যেহেতু বেশি ফলন হয়েছিল সবজি তাই দাম বৃদ্ধি পায়নি। এবার গরমের সবজি ধীরে ধীরে ছেয়ে ফেলেছে বাজার। মানে পটল, ঢ্যাঁড়শ , কুমরো এই সমস্ত সবজি। একদম প্রথমে অনেকটা এসব সবজির দাম বেশি থাকলেও এগুলির দামওও কমছে। প্রথমে যা ৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল তা কমে এসে এখন ৪০ থেকে ৫০ টাকা প্রতি কেজি হয়েছে। গত বছর এই সময়ে লকডাউনের জেরে গরমের সবজির আর দাম কমেইনি। এবারে যদি না তেমন পরিস্থিতি ফের ফিরে আসে তাহলে শীতের মতোই সহজলভ্য হবে সমস্ত সবজিই।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.