করোনা ভাইরাসে আক্রান্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁকে হাসপাতােল ভর্তি করা হয়েছে। টুইটে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তাঁর ছেেল ওমর আবদুল্লাহ। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে নজরে রেখেছেন তাঁকে জানিয়েছেন ওমর আবদুল্লাহ।
গত ৩০ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রবীণ নেতার বয়স ৭০-র বেশি। তাই তাঁকে নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে বাড়িতেই রাখা হয়েছিল আইসোলেশনে। কিন্তু গতকাল রাত থেকে অবস্থা একটু খারাপ হতে শুরু করে। তাই আর কোনও ঝুঁকি নেননি চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন একটু স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন ফারুক আবদুল্লার েছলে ওমর আবদুল্লা।
গত কয়েকদিন ধরেই গোটা দেশে করোনা সংক্রমণ ফের নতুন মাত্রা যোগ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। দৈনিক মৃতের সংখ্যাও ৭০০ পার করেছে। করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। পুরো পুরি গোটা রাজ্যে লকডাউন ঘোষণা না হলেও মুখ্যমন্ত্রী উদ্ধবঠাকরে করোনা লকডাউনের খবর উড়িয়ে দেননি। ইতিমধ্যেই পুণেতে সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় পুণের সব ধর্মিয় স্থানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। রাজধানী দিল্লিতেও করোনার চতুর্থ ওয়েভ ভয়ঙ্কর হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।