আরও ৪৮ ঘন্টা ধরে মধ্য আন্দামান সাগরে নিম্নচাপ
এই ঘূর্ণাবর্ত আরও ৪৮ ঘন্টা ধরে মধ্য আন্দামান সাগর এবং উপসাগরীয় অঞ্চলে বিরাজ করবে। এর মধ্যে পুনরায় শক্তিবৃদ্ধির সম্ভাবনা দেখছেন না আবহ বিশেষজ্ঞরা। নিম্নচাপের ফলে আন্দামানের রাজধানী পোর্টব্লেয়ারে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও ৪৮ ঘণ্টা।
উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে, চলবে বৃষ্টি
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ সাগরে ৪৮ ঘণ্টা স্থায়ী হওয়ার কারণে উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের পরিস্থিতিও অশান্ত থাকবে। সেইসঙ্গে চলবে বৃষ্টি। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে আরও ৪৮ ঘণ্টা।
বছরের প্রথম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিতে ব্যর্থ
চার দিন আগে থেকে আন্দামান সাগরের বুকে বাসা বেঁধেছিল নিম্নচাপ। তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রাক-বর্ষা মরশুমে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। কিন্তু বছরের প্রথম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিতে ব্যর্থ হয়েছে। নিম্নচাপ সুসংহত রূপ নিতে পারেনি অনুকূল পরিবেশ পেয়েও। ১২ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত উপকূল ছুঁয়ে শক্তি হারাবে, এমনই আভাস দিয়েছিল হাওয়া অফিস।
আরও ৪৮ ঘন্টা সাগরে স্থায়ী দুর্বল নিম্নচাপ
উপসাগরে প্রায় ২৪ ঘন্টা অবস্থান করার পর গত রাতে মায়ানমার উপকূলের ইয়াঙ্গুন ও তাভয়ের মধ্য দিয়ে অতিক্রম করার কথা ছিল। কিন্তু নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। আরও ৪৮ ঘন্টা সাগরে স্থায়ী হচ্ছে, তবে আরও দুর্বল হয়েছে নিম্নচাপ। তার জেরে বে-দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে।