রাহুলের নাগরিকত্বের টোপ
নাগরিকত্ব নিয়ে ফের মতুয়াদের বার্তা বিজেপি প্রার্থী রাহুল সিনহার। ঠাকুর নগরে গিয়ে রাহুল বলেছেন বিজেপি বাংলায় সরকার গড়ার প্রথম এক সপ্তাহের মধ্যে যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তারমধ্যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া অন্যতম। বিজেপি সরকার গড়ার এক মাসের মধ্যে মতুয়াদের নাগরিকত্বের কার্ডে বিলি করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রথম এক মাসে বিজেপি যে পাঁচটি কাজ করবে তার মধ্যে অন্যতম এটিও। উদ্বাস্তু ভোট টার্গেট করে মতুয়া গড় থেকে বার্তা রাহুল সিনহার।
অমিত শাহের নাগরিকত্বের বার্তা
ঠাকুর নগরে প্রচারে এসে বিজেপির চাণক্য অমিত শাহই প্রথম নাগরিকত্বের টোপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভ্যাকসিন পর্ব মিটে গেলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। মূলত নাগরিকত্বের টোপ দিয়েই বিজেপি মতুয়া ভোট ব্যাঙ্ক দখল করতে চাইছে। সেকারণেই বাংলাদেশে গিয়েও মতুয়াঠাকুরবাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুরের জন্মভিঁটেতে মোদীর সঙ্গে ঠিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেখানে প্রকাশ্যেই শান্তনু ঠাকুরের
প্রশংসা করেছেন মোদী।
তৃণমূলের পাল্টা জবাব
তৃণমূল কংগ্রেস সাংসদ মমতা বালা ঠাকুর রাহুল সিনহার মন্তব্যের পাল্টা সমালোচনা করেেছন তিনি বলেছেন। উদ্বাস্তুদের নাগরিকত্বের টোপ দিয়ে টুপি পরানোর চেষ্টা করছে বিজেপি। ২০১৯ সালে বিজেপিকে ভোট দিয়ে যে ভুলটা সকলে করেছিলেন সেই ভুলটা আর করবেন না। মতুয়া ভোটারদের বার্তা দিয়েছেন মমতা বালা ঠাকুর। যদিও একুশের ভোটে মতুয়া কাউকে প্রার্থী না করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বালা ঠাকুর।
অভিষেকের বার্তা
মতুয়াদের ভোট পেতে অমিত শাহ যে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন তার কড়া সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন নাগরিকত্বের নামে মতুয়াদের ভাঁওতা দিচ্ছে বিজেপি। যাঁরা আগে থেকেই দেশের নাগরিক তাঁদের আবার নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন মোদী অমিত শাহ। মতুয়ারা যদি নাগরিক না হল তা হলে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীরও কোনও নাগরিকত্ব নেই। কারণ তাঁর দলেরই সাংসদ মতুয়া।