কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে দুই দিন আগে। আইপিএল ২০২১-এর প্রস্তুতি উপলক্ষ্যে মাঠে নেমেই পড়লেন নীতীশ রানা। কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। ইউ টিউবে সেই ভিডিও পোস্ট করেছে ভেঙ্কি মাইসোর শিবির। তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
কেকেআর সূত্রে খবর, গত ২২ এপ্রিল নীতীশ রানার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছিল। প্রায় ১০ দিন কেটে যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নীতীশ। বৃহস্পতিবার তাঁর কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপরেই তাঁকে কেকেআরের জৈব সুরক্ষা বলয়ে অন্তর্ভূক্ত করা হয়। আগামী আইপিএলের জন্য দলের সঙ্গে প্রস্তুতিতেও নেমে পড়েন নীতীশ।
Nitish Rana joined his teammates last evening, after two consecutive negative results for Covid-19 💜
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2021
Having just beaten the virus, he urged everyone to stay safe and take all necessary precautions against Corona virus.@NitishRana_27 #KKRHaiTaiyaarhttps://t.co/G6aVZigXQT
কীভাবে করোনা ভাইরাসের আক্রান্ত হলেন, তা বুঝতেই পারছেন না নীতীশ রানা। তাই দেশের সহ নাগরিকদের একটু সাবধানে চলাচল করার আবেদন জানিয়েছেন কেকেআর ব্যাটসম্যান। সব সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন নীতীশ। দেশের সব ক্রিকেট প্রেমীরা যাতে সুস্থভাবে আইপিএল খেলতে পারেন, সেই বার্তাও দিয়েছেন কেকেআর তারকা।
ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা তথা অল রাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে অক্ষরকে ছাড়াই দিল্লি ক্যাপিটালস মাঠে নামবে বলে মনে করা হচ্ছে। দলের অন্য কোনও ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।