স্টাফ রিপোর্টার, ভাঙড়: তৃতীয় দফায় ভোটের আগে ফের ভাঙড় থেকে উদ্ধার হল তাজা বোমা। আবারও সাফল্য পেল নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে পাঁচটা তাজা বোমা উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ। শনিবার ভোর বেলা রাধানগর গ্রামের একটি বাঁশ বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ।

সাধারণ মানুষের আশঙ্কা নির্বাচনের দিন গন্ডগোল পাকাতে বোমা মজুত করছে দুষ্কৃতীরা। রাধানগরে কারা বোমা মজুত করেছিল সেটা জানতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ করছে কাশীপুর থানা। নির্বাচনের কয়েক দিন আগে লাগাতার বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও কাশীপুর থানা এলাকা থেকে কয়েকশো তাজা বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার ভাঙড় থানা ৪১টি তাজা বোমা উদ্ধার করেছিল।

এদিকে, ভাঙড়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএসএফ-সিপিআইএমের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ এবং সিপিআইএম। পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনাটি ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ভুমরু গ্রামের।

গ্রামের এক প্রান্তে শুক্রবার রাতে নির্বাচনী সভা ছিল আইএসএফের। অভিযোগ সেই মিটিং থেকে ফেরার পথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফের কর্মীরা। এমনকি পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করে। অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত মোর্চা৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।