বিজেপি নেতার গাড়িতে ইভিএম, ঘটনায় মুখ খুললেন অমিত শাহ

বাংলার পাশাপাশি ভোট ঘিরে উত্তেজনার পারদ চড়ছে অসমেও। বিজেপি নেতার গাড়িতে মিলেছে ইভিএম মেশিন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল অসমের রাজনীতি। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জড়িয়েছে বিজেপি। ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে করে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট লুঠের অভিযোগে বিজেপিকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন বিরোধীরা।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ বলেন, 'আমি পুরো ঘটনা জানি না। তবে আপনি যা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে নির্বাচন কমিশনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিৎ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিৎ।

অসমের এই ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন-সহ ওই গাড়িতে 'লিফ্ট' নিয়েছিলেন তাঁরা।

বৃহস্পতিবার অসমের ৩৯টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে।

প্রিয়াঙ্কা ট্যুইটে লেখেন, 'ভোটের সময় যখনই কোনও প্রাইভেট গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে, আশ্চর্যজনকভাবে প্রতিবারই তাতে কিছু সাদৃশ্য পাওয়া যায়। ওই গাড়িগুলি কোনও না কোনও বিজেপি প্রার্থীরই হয়। ভিডিওগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়া হয়। এ ধরনের ঘটনায় কিছুই পদক্ষেপ করা হয় না'।

More BJP News