|
দিল্লি ক্যাপিটালস শিবিরে স্মিথ
২০২১ সালের আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ আগে দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গে যুক্ত হলেন স্টিভ স্মিথ। সেই শনিবারই তিনি মুম্বই পৌঁছেছেন বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয় ব্যাটসম্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানদের উৎসাহিত করেছে দিল্লি ক্যাপিটালস। সেই ছবি মুহুর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
৭ দিনের কোয়ারেন্টাইন
আইপিএল ২০২১ শুরুর আগে স্বদেশী ক্রিকেটাররা দিল্লি ক্যাপিটালসের জৈব সুরক্ষা বলয়ে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ভারতে আসা স্টিভ স্মিথকে সেই সুবিধা পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। বিসিসিআইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী আপাতত তাঁকে হোটেলের ঘরে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
রাজস্থান পরিত্যক্ত স্মিথকে কেনে দিল্লি
গত মরসুমের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। হতশ্রী পারফরম্যান্সের কারণে তাঁকে কেবল অধিনায়কত্ব থেকে সরানো নয়, দল থেকেই পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ২.২০ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। স্মিথের এহেন পরিণতি দেখে হতাশ হয়েছিল ক্রিকেট বিশ্ব।
অধিনায়ক পন্থ
কাঁধে চোটের কারণে শ্রেয়স আইয়ার ছিটকে গেলে স্টিভ স্মিথকে দিল্লি ক্যাপিটালসের নেতা নির্বাচন করা হবে বলে ভেবেছিল ক্রিকেট মহলের একটা অংশ। সেই সম্ভাবনায় জল ঢেলে তরুণ ঋষভ পন্থকেই অধিনায়ক নির্বাচন করে গত বারের রানার্স দল।