কলকাতা: গরমকালে অনুষ্ঠান মানেই চুলের সাজে একটা একঘেয়েমি দেখা যায় যে চুল তুলে বাঁধা বা খোঁপা। কারণ যাতে মুখের কাছে বা ঘাড়ের কাছে এসে চুল না পড়ে। কিন্তু এর বাইরেও চুলের সাজসজ্জা রয়েছে। কাজেই গরমকাল মানেই যে স্টাইল করা যাবে না, এমন ধারণা এবার বদলান। যে কোনো বয়সের মেয়েরাই এই স্টাইলগুলি সহজেই করতে পারেন ও সকলকে তাক লাগাতেও পারেন। অন্যের জন্যে নিজের চুলের সাজে হয়ে উঠুন বিশেষ অনুপ্রেরণা। দেখুন সেই চোখ ধাঁধানো স্টাইলগুলি।

১. শীতলপাটি বিনুনি: সামনে রয়েছে বিয়েবাড়ি? আপনি কিনে রেখেছেন উজ্জ্বল রঙের একটি লেহেঙ্গা? ব্যাস, আর চিন্তা কী? ভারতীয় সাজে সাজতে পছন্দ করলে চোখ বন্ধ করে এই বিনুনিটি ট্রাই করুন একবার। অসম্ভব সুন্দর দেখাবে আপনাকে এবং চুলের শোভাও বাড়বে পার্টিতে। এবার সেই চুলের শোভা আর একটু বাড়াতে চাইলে তাতে লাগাতে পারেন নানা এক্সেসরিজ। এগুলি অনলাইনে বিপুল পরিমাণে দেখতে পাবেন। রইলো সেই লিংক। ক্লিক করে বেছে নিন নিজের জন্যে।

২. সাধারণ সাগর বিনুনি: আপনার চুল কি খুব পাতলা? চিন্তা নেই, এতেও স্টাইল করা যায়। সাধারণ সাগর বিনুনির এই স্টাইলটি আপনার জন্যে একদম পারফেক্ট। চুলের ভলিউমও বাড়বে। চুল আরো কালো ও ঘন দেখতে লাগবে।

৩. গোলাপ স্টাইল খেজুর বিনুনি: নামেই বুঝতে পারছেন যে বিনুনি জুড়ে থাকবে শুধুই ফুল। ছোট ছোট কাপড়ের গোলাপ লাগিয়ে দিতে পারেন বিনুনির মাঝে মাঝে। সুন্দর এই ডিজাইন নিজেই ট্রাই করতে পারবেন আপনি।

৪. ওয়ান লেয়ার খেজুর বিনুনি: অনুষ্ঠানে আপনি কি শাড়ি পরছেন? তাহলে এই স্টাইলটি করতেই পারেন। একেবারে সাদামাটা একটা লুকের সঙ্গে এই বিনুনি অন্যরম সৌন্দর্য এনে দেবে আপনাকে।

৫. ফুলের তোড়া স্টাইল: নিচের দিক থেকে দেখলে মনে হবে যেন ফুলের তোড়া সৃষ্টি হয়েছে চুলের মধ্যেই। অপরূপ সেই শোভা। একবার ট্রাই করে দেখতে পারেন এই স্টাইল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।