নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমণ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে গিয়ে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে এর প্রভাবে বিচ্ছিন্নভাবে আগামী তিন থেকে চারদিন বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। রাজস্থান ও বিদর্ভ ছাড়া আগামী ৪-৫ দিন মধ্যভারতে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী ৪ এপ্রিল নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে পশ্চিমী হিমালয়ে । যার জেরে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বভাস দেওয়া হয়েছে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২২
বালুরঘাট ২১.৬
বাঁকুড়া ২৪
ব্যারাকপুর ২৫.৮
বহরমপুর ২০.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৫.৪
কোচবিহার ১৮.৭
দার্জিলিং ৯.২
দিঘা ২৬.৬
কলকাতা ২৬.৬
মালদহ ২৩.২
পানাগড় ২১.৮
পুরুলিয়া ১৯.৫
শিলিগুড়ি ১৮.১
শ্রীনিকেতন ২২.৪