টানা দ্বিতীয় দিন করোনা সংক্রমণের সাড়ে তিন হাজারের গণ্ডি পার করল দিল্লিতে। এদিন দিল্লি সরকারের তরফে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৩,৫৬৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জন। এর জেরে করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৬০।
এদিন এই নিয়ে টানা দ্বিতীয় দিন করোনা সংক্রমণের সাড়ে তিন হাজারের গণ্ডি পার করল দিল্লিতে। এর আগে শুক্রবার দিল্লিতে ৩ হাজার ৫৯৪ জন করোনা আক্রান্ত হয়। মারা যান ১৪ জন। এদিকে দিল্লিতে সুস্থতার হার ৯৬.৪৭ শতাংশ। এদিকে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। বর্তমানে দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ হাজার ৬৪৭।
তথ্য় বলছে, গত কয়েক সপ্তাহে লাগাতার বাড়ছে নতুন আক্রান্তের হার ৷ বৃহস্পতিবার যেখানে নতুন রোগীর সংখ্যা বৃদ্ধির হার ছিল ৩.৫৭ শতাংশ, শুক্রবার সেটাই বেড়ে হয় ৪.১১ শতাংশ৷ দিল্লি সরকারের হিসাবে অনুযায়ী, গত বছরের ৩ ডিসেম্বর একদিনে করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৭৩৪ জন৷ পরদিন, অর্থাৎ ৪ ডিসেম্বর সংখ্যাটা ছিল ৪ হাজার ৬৭৷ এখনও পর্যন্ত রাজধানী দিল্লিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬ লক্ষ ৬৮ হাজার ৮১৪ জন৷ যাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৪৫ হাজারেরও বেশি মানুষ৷
গত তিন সপ্তাহে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে কোভিড ভাইরাস৷ সবথেকে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানায়৷