মেধা ও কাজের নিরিখে ফের শীর্ষে বঙ্গ। ফের প্রমাণ হয়ে গেল। গোটা দেশে মেধা এবং কাজের নিরিখে সেরার শিরোপা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সাংহাই ব়্যাঙ্কিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ২০২২ এই তালিকা প্রকাশ করেছে। অথচ দেশের বিশ্ববিদ্যালয় গুলিকে নিয়ে করা শিক্ষামন্ত্রকের প্রকাশিত তালিকায় সপ্তমে রাখা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। ভোটের মুখে এই খবরে নতুন মাত্রা জুড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সেরার শিরোপা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য আমরা গর্বিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক সকলকে এই সেরার শিরোপার জন্য ধন্যবাদ জানাই। প্রসঙ্গত উল্লেখ্য মমতার এই টুইট নতুন মাত্রা জুড়েছে ভোট বাংলায়। বাংলার অনুন্নয়ন নিয়ে যাঁরা কথা বলছেন তাঁদের এক প্রকার কড়া জবাবা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর টুইটে এমনই ইঙ্গিত মিলেছে।
ভোট বাংলায় বিজেপি একের পর এক অনুন্নয়নের অভিযোগ তুলে সরব হয়েছে। বাংলার মণীষিদেরও রাজনীতির ময়দানে নামিয়ে এনেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করতে রাজ্যের শিক্ষা ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ শাহ, জেপি নাড্ডারা। ঠিক সেই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য তাও আবার মেধার নিরিখে সেরার শিরোপা পাওয়ার খবর তাই এক প্রকার লুফে নিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। তাই মুহূর্ত বিলম্ব না করেই ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। টুইটে মমতাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে এক প্রকার বিজেপিকে বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ শিক্ষামন্ত্রকের প্রকাশিত তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে সপ্তম স্থানে রাখা হয়েছিল।