প্রথম কালবৈশাখীর স্বাদ পেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ
আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিকেলের পর শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। বছরের প্রথম কালবৈশাখীর স্বাদ পেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষজন। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চেলর জেলাগুলিতে গরমের দাপট বজায় থাকবে।
তাপমাত্রায় খানিক রাশ টানতে পারে কালবৈশাখী
আবহবিদরা জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়-বৃষ্টির জেরে কিছুটা পারদ কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে খানিকটা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। এই তাপমাত্রায় খানিকটা রাশ টানতে পারে কালবৈশাখী।
এবার মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ
বিগত ১০ বছরের মধ্যে দেখায় যায়নি যে, মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। সে অর্থে ২০২১-এর আবহাওয়ার এই চরিত্র একেবারেই ভিন্ন। বিগত ১০ বছর ধরে দেখা গিয়েছে তাপপ্রবাহ শুরু হয়েছে মে মাস নাগাদ। সাধারণত মার্চ-এপ্রিলে তাপপ্রবাহের ঘনঘটা দেখা যেত না। এবার শুরু থেকেই তাপপ্রবাহ চলছে।
কেন এত গরম, আশঙ্কার বাণী শুনিয়েছে আইএমডি
আবহবিদরা জানিয়েছেন, প্রয়োজনীয় বৃষ্টির অভাবেই এত গরম বেড়েছে। আবহাওয়ায় বেড়েছে শুষ্কতার মাত্রা। আশঙ্কার বাণী শুনিয়েছে আইএমডি। আইএমডি জানিয়েছে, এপ্রিল-জুড়ে বইবে লু। দিল্লিতে মার্চের তাপমাত্রা ভেঙে দিয়েছে ৭৬ বছরের রেকর্ড। আবার ভুবনেশ্বর এবার বিশ্বের উষ্ণতম শহর হিসেবে বিবেচিত হয়েছে। সেখানেও ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।