পরপর দুবারের বিধায়ক ছিলেন দেবশ্রী রায়
রাজ্যে পরিবর্তনের বছর ২০১১ এবং তারপর ২০১৬ তেও রায়দিঘি থেকে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে পরিচিত দেবশ্রী রায়। দুবারই তিনি হারিয়েছিলেন এলাকায় সাধারণ মানুষের কাছে বলে পরিচিত কান্তি গাঙ্গুলিকে। যদিও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। অলোক জলদাতাকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন তাঁরই সমর্থনে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেবশ্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
জনপ্রতিনিধি হয়েও এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি দেবশ্রী রায়। এমনটাই অভিযোগ উঠেছে রায়দিঘিতে। পাশাপাশি দুর্নীতির অভিযোগও উঠেছে বিদায়ী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সর্বশেষটি হল টোটো নিয়ে। যদিও দেবশ্রী রায় তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে আমল দিতে চাননি। দক্ষিণ ২৪ পরগনার এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকলেও দেবশ্রীর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হয়েছিলেন। তাঁকে নিয়ে জেলা তৃণমূলেও অসন্তোষ চরমে উঠেছিল বলেই সূত্রের খবর।
জানালেন প্রার্থী না করার কারণ
মাস কয়েক আগে দেবশ্রী রায় রায়দিঘি থেকে লড়াই করবেন না বলে জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন অন্য আসন থেকে লড়াই করতে। এরপর তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল। যা নিয়ে এদিন সভা থেকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সাধারণ মানুষের ক্ষোভ থাকায় তাঁকে প্রার্থী করা হয়নি। এরপরেই অবশ্য দেবশ্রী রায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চিঠিও দিয়েছেন।
ধারে চলছে বিজেপি
এদিন সভায় মমতার বন্দ্যোপাধ্যায়ের মুখে চলে আসে সত্য বাপুলির ছেলে শান্তনু বাপুলির প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন শান্তনু বাপুলি তৃণমূলের টিকিট দাবি করেছিলেন। কিন্তু তিনি কলকাতায় থাকেন। তাই তাঁকে প্রার্থী করা হয়নি। এরপর বিজেপিতে গিয়ে উনি টিকিট পেয়েছেন। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কতগুলো ধার করা লোককে নিয়ে চলছে বিজেপি।