মমতার গদ্দার মন্তব্য
গতাকাল উত্তরবঙ্গের একের পর এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার ২০০-র বেশি আসন তাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে বিজেপি সরকার গজবে। আজই একই ভাবে দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে এই কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে জেতালেই হবে না আমার প্রার্থীদেরও জেতাতে হবে বলে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
দিলীপের আক্রমণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার মন্তব্যের পর নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, নিজের প্রার্থীদের উপরেই ভরসা হারিয়েছেন মমতা। সেকারণেই তিনি ভোটর পরে প্রার্থীরা তাঁকে ছেড়ে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। বাংলার রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। চরম হতাশায় ভুগছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেটাই প্রকাশ্যে চলে এসেছে।
মমতাকে নিশানা সূর্যকান্ত মিশ্রের
শুধু দিলীপ ঘোষের নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার মন্তব্য তিনে তোপ দেগেছেন সূর্যকান্ত মিশ্রও। তিনি মমতাকে নিশানা করে বলেছেন। যাঁদের তিনি টিকিট দিয়েছেন তাঁদেরই তিনি গদ্দার বলছেন। এমন দল চালান মমতা। কারণ মমতা বলেছেন ২০০ আসন না পেয়ে বিজেপি গদ্দারদের টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। তৃণমূলের এতো দুর্দিন আগে ছিল না।
ঘোড়া কেনাবেচার ইঙ্গিত
মমতার গদ্দার মন্তব্যে বিজেপির ঘোড়া কেনাবেচার ইঙ্গিত রয়েছে এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গোটা ভারতেই একাধিক জায়গায় অন্য দলের সরকারে ঘোড়া কেনাবেচা করেই বিজেপি সরকার গড়েছে। কর্নাটক, মধ্যপ্রদেশ তার নজির রয়েছে। রাজস্থানেও চেষ্টা চালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত েসটা করে উঠতে পারেনি। ভোটের আগে থেকেই টাকার প্রলোভন দিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস নেতাদের দলে ভিঁড়িয়েছে। ভোটের পরেও সেই পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।